প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পদযাত্রা। —নিজস্ব চিত্র।
প্রজাতন্ত্র দিবসে ‘আমরা ভারতের নাগরিক’ কর্মসূচিতে শামিল হলেন জনজাতি, নমঃশূদ্র, মতুয়া, রাজবংশী, মুসলিম-সহ সব অংশের মানুষ। তাঁদের দাবি, ২০০৩ ও ২০১৯ সালের দু’টি নাগরিকত্ব আইনই বাতিল করতে হবে। জাতীয় নাগরিকপঞ্জি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে মঙ্গলবার ওই দাবিতে শিয়ালদহ থেকে নিউ মার্কেট পর্যন্ত পদযাত্রা হয়েছে।
নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে সমাবেশ। —নিজস্ব চিত্র।
পদযাত্রা শেষে জনসভায় বক্তা ছিলেন কপিলকৃষ্ণ ঠাকুর, অভীক সাহা, শরদিন্দু উদ্দীপন, প্রসেনজিৎ বসু, মনজর জমিল প্রমুখ। সব ধর্মনিরপেক্ষ দলগুলিকে এই দাবির পক্ষে অবস্থান নেওয়ার আবেদন জানান তাঁরা। প্রসেনজিৎ বলেন, ‘‘কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৩০ জানুয়ারি বনগাঁয় গিয়ে যদি নাগরিকত্ব আইন নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দলিত-উদ্বাস্তুদের বিভ্রান্ত করার চেষ্টা করেন, যুক্ত মঞ্চ তার সমুচিত জবাব দেবে!’’