প্রতীকী ছবি।
চট শিল্পে যখন রাজ্য স্তরে ত্রিপাক্ষিক আলোচনা চলছে, সেই সময়ে খিদিরপুরের হুগলি জুট মিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’ নোটিস জারি করার প্রতিবাদে সরব হল এআইইউটিইউসি। কাজ বন্ধ করে দেওয়ার ফলে ওই জুট মিলের প্রায় ২৪০০ শ্রমিক সঙ্কটে পড়েছেন। শ্রমিক সংগঠনের বক্তব্য, ওই কারখানার মালিক-কর্তৃপক্ষের হাতে অনেকগুলো জুট মিল রয়েছে। শ্রমিক সংখ্যা কমানোর জন্য পরিকল্পনা করে এই জুট মিল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ। এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের দাবি, ‘‘ত্রিপাক্ষিক আলোচনা চলাকালীন এমন নোটিস বেআইনি ও স্বৈরাচারী পদক্ষেপ। মালিক ও রাজ্য সরকারের কাছে দাবি করছি, অবিলম্বে মিল খুলে সব শ্রমিকের কাজের ব্যবস্থা করতে হবে এবং আলোচনার পথে অন্য সব সমস্যার সমাধান করতে হবে।’’