সৃজিতকে ফিরিয়ে দেবের সঙ্গে! ‘রঘু ডাকাত’-এর মুখ্য খলনায়ককে নিয়ে ফিসফাস শুরু টলিপাড়ায়

রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী’ ছবির প্রচার করতেই টলিউডে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। প্রশ্ন উঠেছিল, এই অভিনেতাই কি ‘রঘু ডাকাত’-এ অভিনয় করছেন?

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫ ১৭:৫৯
Share:

‘রঘু ডাকাত’ ছবিতে দেবের সঙ্গে দেখা যাবে এঁকে? ছবি: সংগৃহীত।

প্রযোজক-নিবেদক দেবের ‘বিনোদিনী’র প্রচারমুখ অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতার পেশাজীবন শুরু মঞ্চ থেকে, তাই ছবির নায়িকা রুক্মিণী মৈত্রকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আপাতনিরীহ ঝলকটি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সমাজমাধ্যমে জায়গা করে নিতেই নড়ে বসেছিল টলিউড। কান পাতলেই ফিসফাস— অনির্বাণ বুঝি দেবের আগামী ছবিতে অভিনয় করছেন? সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। হালে শোনা যাচ্ছে, ‘রঘু ডাকাত’ ছবিতে নাকি অভিনেতাকে অন্যতম মুখ্য খলনায়কের ভূমিকায় দেখা যেতে পারে! নামভূমিকায় দেব।

Advertisement

দেবের সঙ্গে অনির্বাণ এর আগে এসভিএফ প্রযোজিত ‘গোলন্দাজ’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির পরিচালক ছিলেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। কাকতালীয় ভাবে ‘রঘু ডাকাত’-এরও প্রযোজক, পরিচালক এক!

গুঞ্জনের আরও কারণ রয়েছে। সম্প্রতি, সৃজিত মুখোপাধ্যায় তাঁর ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে অনির্বাণকে বেছেছিলেন। অভিনেতা সেই ছবিতে আপত্তি জানান। তাঁর জায়গায় আসেন পরমব্রত চট্টোপাধ্যায়। তখন কানাঘুষো শোনা গিয়েছিল, ছবিতে বাঘা অভিনেতাদের ভিড়। তাঁদের মধ্যে যদি তিনি হারিয়ে যান— এই শঙ্কাতেই নাকি সরে আসেন অনির্বাণ। সৃজিত ছাড়াও অন্য পরিচালকদের ডাকও তিনি নাকি ফিরিয়ে দিয়েছেন একই কারণে। এমনও শোনা গিয়েছে, ‘মলাট চরিত্র’ না হলে নাকি উৎসাহ পাচ্ছেন না!

Advertisement

সেই জায়গা থেকেই প্রশ্ন উঠেছে, গুঞ্জন অনুযায়ী তিনিই ‘রঘু ডাকাত’-এ অন্যতম প্রধান খলনায়ক হলে তাঁর সঙ্গে আরও খলনায়ক থাকার কথা। তা হলে কি আর ‘মলাট চরিত্র’ পেলেন তিনি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement