টেট হবে ৩০ অগস্ট

প্রাথমিকের টেট পরীক্ষা হবে ৩০ অগস্ট, ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ সূত্রের খবর, যাঁদের কাছে ২০১২-র টেটের অ্যাডমিট কার্ড রয়েছে, তাঁরা এ বারে তা দেখিয়েই পরীক্ষা দিতে পারবেন। ২০১৪ সালে যে সমস্ত প্রার্থী ব্যাঙ্কে টাকা জমা দিয়েছিলেন, পর্ষদের সাইটে গত ১৫ জুন থেকে তাঁদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ জুন ২০১৫ ০৩:২৪
Share:

প্রাথমিকের টেট পরীক্ষা হবে ৩০ অগস্ট, ঘোষণা করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। শনিবার পর্ষদ সূত্রের খবর, যাঁদের কাছে ২০১২-র টেটের অ্যাডমিট কার্ড রয়েছে, তাঁরা এ বারে তা দেখিয়েই পরীক্ষা দিতে পারবেন। ২০১৪ সালে যে সমস্ত প্রার্থী ব্যাঙ্কে টাকা জমা দিয়েছিলেন, পর্ষদের সাইটে গত ১৫ জুন থেকে তাঁদের অনলাইন রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ২২ জুন পর্যন্ত। তার পরে ২৪ জুন থেকে ১ জুলাই পর্যন্ত ওই সাইট থেকেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা। নতুন প্রার্থীদের কী হবে? সভাপতি মানিকবাবু বলেন, ‘‘২০১৪ সালের যে প্রার্থীরা নাম রেজিস্ট্রেশন করছেন তাঁদের অ্যাডমিট কার্ড দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই নতুন প্রার্থীদের আবেদনের ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement