সাংবাদিক বৈঠকে মমতা ফাইল চিত্র
নবান্নে মমতা বললেন, আন্দোলন করলে, অবরোধ হলে রাস্তা বন্ধ থাকছে। যান চলাচল ব্যাহত হচ্ছে। এমন হলে বাইরে থেকে শিল্প আসবে কী করে। কলকাতায় বারবার বিক্ষোভ হয়। এটা বন্ধ হওয়া দরকার।
সরকারি জটিলতায় আর জমি আটকে থাকবে না। আবেদনের দু’মাসের মধ্যেই সংস্থাকে জমি দেওয়া হবে। আর সময় নষ্ট করা যায় না।
বানতলায় জুতো শিল্পের ক্ষেত্র তৈরি হবে। চাকরি হবে পাঁচ লক্ষ। ঘোষণা মমতার।
দিঘায় কেবল ল্যান্ডিং স্টেশন হবে। আরও বড় কাজের পরিকল্পনা আছে।
পুরুলিয়ার জঙ্গল মহলে ৭২ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। ৬০০ একর জমি বন্টন হয়েছে। আরও অনেক জমি নেওয়ার প্রস্তাব এসেছে। এখানেও চাকরি হবে স্থানীয়দের।
৬ জন জমিদাতাকে চাকরির নিয়োগ পত্র দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী চাকরি পাবেন প্রত্যেকে।
জমির বাজার দরের দ্বিগুণ টাকা পাবেন জমিদাতারা। মোট দশ হাজার কোটি টাকার পুনর্বাসনের প্যাকেজ ঘোষণা করলেন মমতা।
এক হাজার ৬০০টি পরিবার জমি দিতে রাজি হয়েছে। তাদের জমির পাট্টা দেওয়া হয়ে গিয়েছে। ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে। প্রত্যেক পরিবারকে বিকল্প জমি, টাকা এবং চাকরি দেওয়া হবে বলে ঘোষণা মমতার।
ডেউচা পাঁচামি সরকারের বড় প্রকল্প এখানে স্কুল রাস্তা সবকিছু তৈরি করে দেবে সরকার।
ডোউচা পাঁচামিতে লক্ষাধিক চাকরি। স্থানীয়দের জমির বদলে জমি দেওয়া হবে। চাকরি দেওয়া শুরু করলেন মমতা।