State News

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি, চলবে কালকেও

শুক্রবার সকালে সাড়ে ৮টা নাগাদ এক পশলা বৃষ্টি হয় শহরের বিভিন্ন প্রান্তে। বেলা বাড়ার সঙ্গে ফের শহরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে চলে ঝোড়ো হাওয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জুন ২০১৮ ১১:৪১
Share:

বেলা বাড়তেই শহরে নামে বৃষ্টি।

সকাল থেকেই আকাশের মুখ ভার ছিল শহরের। সঙ্গে ছিল হাঁসফাঁস করা গরম। সেই অস্বস্তিকর পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি পেলেন শহরবাসীরা।

Advertisement

শুক্রবার সকালে সাড়ে ৮টা নাগাদ এক পশলা বৃষ্টি হয় শহরের বিভিন্ন প্রান্তে। বেলা বাড়ার সঙ্গে ফের শহরের আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বৃষ্টি। সেই সঙ্গে চলে ঝোড়ো হাওয়া।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এটা প্রাক-বর্ষার বৃষ্টি। বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢোকার কারণে এই বৃষ্টি। আগামী ৪৮ ঘণ্টা এ রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃষ্টি হলেও এখনই অস্বস্তি থেকে মুক্তি মিলবে না বলে জানিয়েছেন আবহবিদরা।

Advertisement

আরও পড়ুন: সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ-আগুন-অবরোধে উত্তপ্ত ভাঙড়

আরও পড়ুন: ব্যবধান বাড়িয়ে মহেশতলায় বিপুল ভোটে জয়ী তৃণমূল

কালো মেঘে ঢেকে গিয়েছে শহরের আকাশ। ছবি: দেশকল্যাণ চৌধুরী।

আবহাওয়া দফতর বৃহস্পতিবারেই পূর্বাভাস দিয়েছিল, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সেই পূর্বাভাস অনুযায়ীই এ দিন সকাল থেকে কলকাতা ও তাঁর পার্শ্ববর্তী জেলাগুলিতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়।

কলকাতা ছাড়াও বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদে। মৌসম ভবন জানিয়ছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বর্ষা ঢুকে পড়বে। তবে এ রাজ্যে পাকাপাকি ভাবে বর্ষা কবে ঢুকবে তা নিশ্চিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement