Congress

কামদুনি ‘বিচার’ পায়নি, পথে প্রতিবাদ কংগ্রেসের

মিছিল শেষে ধর্মতলায় বিক্ষোভ-সভায় কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, পুলিশ এবং সিআইডি গোড়া থেকেই তদন্তে উদাসীন ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ০৮:৫৮
Share:

কামদুনির ঘটনায় ‘বিচার’ চেয়ে প্রদেশ কংগ্রেসের মিছিল। কলকাতায়। —নিজস্ব চিত্র।

কামদুনি-কাণ্ডে হাই কোর্টের রায়ের পরেই জেলায় জেলায় প্রতিবাদে নেমেছিল কংগ্রেস। কলকাতাতেও প্রতিবাদ হয়েছে জেলা কংগ্রেসের উদ্যোগে। এ বার কামদুনির নির্যাতিতা ও নিহত কলেজ-ছাত্রীর ন্যায়বিচার পাওয়ার পথে রাজ্য সরকার এবং প্রশাসনের গাফিলতির বিরুদ্ধে শহরে মিছিল হল প্রদেশ কংগ্রেসের উদ্যোগে। রাজা সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে বুধবার ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন কংগ্রেস নেতা-কর্মী ও সমর্থকেরা। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতোই। মিছিল শেষে ধর্মতলায় বিক্ষোভ-সভায় কংগ্রেস নেতারা অভিযোগ করেছেন, পুলিশ এবং সিআইডি গোড়া থেকেই তদন্তে উদাসীন ছিল। এমন গুরুত্বপূর্ণ মামলায় রাজ্য সরকার বারবার আইনজীবী বদল করেছে। তারই পরিণামে অপরাধীদের সাজা লাঘব হয়ে গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এ দিনও বলেছেন, ‘মানবিক কারণে’ই কংগ্রেস কামদুনির ঘটনা নিয়ে আন্দোলন চালিয়ে যাবে এবং প্রতিবাদীদের পাশে থাকবে। বহরমপুরে এ দিন প্রদেশ সভাপতির বক্তব্য, ‘‘মুখ্যমন্ত্রী কথা দিয়ে কথা রাখেননি। অপরাধীরা কী ভাবে রক্ষা পেল, তার তদন্ত হওয়া দরকার। ভুলে যাবেন না, ধর্ষণের ঘটনায় যাঁরা প্রতিবাদ করছিলেন, তাঁদের মাওবাদী সাজানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী! জনমানসে বিরূপ প্রভাব পড়েছে বলে এখন সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য। প্রথম থেকে ঠিকমতো তদন্ত হলে এত কিছু করতে হত না!’’ রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা বক্তব্য, ‘‘রাজ্য সরকার যে তদন্ত করিয়েছিল, তার ভিত্তিতেই নিম্ন আদালতে অভিযুক্তদের ফাঁসির আদেশ দিয়েছিল। পরে উচ্চ আদালতে রায় বদল হয়েছে। তার বিরুদ্ধে রাজ্য সরকারই সুপ্রিম কোর্টে আবেদন করেছে। সরকারের বিরুদ্ধে অর্থহীন অভিযোগ করে বিরোধীরা রাজনীতি করছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement