West Bengal Police

মুর্শিদাবাদ, পুরুলিয়া-সহ পাঁচ পুলিশ জেলায় এসপি বদলের নির্দেশ

কুণাল আগরওয়াল ছিলেন সালুয়ার ডিআইজি। তাঁকে ডিআইজি (প্রশিক্ষণ)-এ বদলি করা হচ্ছে। আইপিএস অফিসার স্বপন সরকারকে নিয়ে আসা হচ্ছে ওই জায়গায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২২ ২৩:০৭
Share:

রাজ্য পুলিশে রদবদল। প্রতীকী ছবি।

বদল হচ্ছে মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পুরুলিয়ার পুলিশ সুপার। এ ছাড়া ইসলামপুর এবং রানাঘাট পুলিশ জেলার এসপি-ও বদল নির্দেশ এল সোমবার। রাজ্য সরকার সূত্রে একে অবশ্য রুটিন বদলি বলে জানানো হয়েছে।

Advertisement

কুণাল আগরওয়াল ছিলেন সালুয়ার ডিআইজি। তাঁকে ডিআইজি (প্রশিক্ষণ)-এ বদলি করা হচ্ছে। আইপিএস অফিসার স্বপন সরকারকে নিয়ে আসা হচ্ছে ওই জায়গায়। কে কন্নন ছিলেন হাওড়ার (মধ্য) ডিসি। তাঁকে রানাঘাট পুলিশ জেলার পুলিশ সুপার করা হচ্ছে। পুরুলিয়ার পুলিশ সুপার এস সলভামুরগনকে বদলি করা হচ্ছে শিলিগুড়ির এসআরপি করে। জলপাইগুড়ির এসপি দেবর্ষি দত্তকে বদলি করা হচ্ছে সিআইডিতে। এ ছাড়া, ইসলামপুরের পুলিশ সুপার সচিন, কলকাতার ডিসি ট্র্যাফিক (দক্ষিণ) অতুল ভি এবং রানাঘাটের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বদলির নির্দেশ দিয়েছে সরকার।

সব মিলিয়ে মোট ২৪ পুলিশ কর্তার বদলির নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি, সোমবারই ফরাক্কা, জঙ্গিপুর, বারুইপুর, তমলুক, শিলিগুড়ি, উলুবেড়িয়া, রঘুনাথপুর, গোপীবল্লভপুর, তেহট্ট, দার্জিলিং ইত্যাদি জায়গায় এসডিপিও বদলিরও নির্দেশ এসেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement