এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।
ভাটপাড়া থেকে কসবা। সব জায়গাতেই বেআইনি অস্ত্রের রমরমা। যা নিয়ে বিরোধীরা রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকা নিয়েও। কলকাতা পুলিশের মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম অস্ত্র উদ্ধারে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন। ঘরে বাইরে সমালোচনার মুখে ৪৮ ঘন্টা ধরে গোটা রাজ্যে বিশেষ অভিযান চালিয়ে ৭৪টি বেআইনি অস্ত্র উদ্ধার করল রাজ্য পুলিশ।
বিভিন্ন জেলা এবং পুলিশ কমিশনারেট এলাকায় সোম এবং মঙ্গলবার ওই তল্লাশি চলে। পুলিশ জানিয়েছে, অস্ত্র উদ্ধারের সঙ্গেই ৭৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৪০জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে বেশ কিছু অস্ত্রের কারবারি। জেলা পুলিশ থেকে সিআইডির দাবি, বেশির ভাগ অস্ত্র এসেছিল বিহার এবং ঝাড়খণ্ড থেকে। কোন পথে দুষ্কৃতীরা ওই অস্ত্র আনছে তা জানার চেষ্টা চলছে। সপ্তাহ খানেক আগে কলকাতা পুলিশের এসটিএফ বিহারে বেআইনি কারখানায় হানা দিয়ে প্রচুর অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছিল। সেই সূত্রে ৩৪২ জন পলাতক দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।