শুভেন্দু অধিকারী। ফাইল চিত্র।
নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় ‘অনুমতি দেয়নি’ পুলিশ! এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। তার ভিত্তিতে সোমবার মামলা করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত সূত্রে খবর, সোমবার দুপুর ১টায় তার শুনানি হতে পারে।
১৪ মার্চ, অর্থাৎ মঙ্গলবার নন্দীগ্রামে শহিদ তর্পণ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই সভায় বক্তৃতা করার কথা শুভেন্দুর। কিন্তু বিজেপির দাবি, পুলিশ সেই সভার অনুমতি দেয়নি। এর পরেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আদালত সূত্রে খবর, বিচারপতি মান্থা তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার পরের বছর, ২০০৮ সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যার নেতৃত্বে থাকে তৃণমূল। নন্দীগ্রাম আন্দোলনের মুখ হিসাবেই রাজ্য রাজনীতিতে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দুর উত্থান হয়েছিল। যদিও এখন তিনি বিজেপিতে। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। হয়েছেন বিরোধী দলনেতাও। তার পর থেকেই নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি শিবিরের সঙ্গে তৃণমূলের সংঘাতের আবহ তৈরি হয়েছে। গত বছর ১৪ মার্চেও দুই দলের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম।