প্রতীকী ছবি।
মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে গ্রেফতার দুই যুবক। তদন্তে নামার পর, ঝাড়গ্রাম থানার পুলিশ সনু নায়েক এবং সিল্টু পাত্র-কে গ্রেফতার করে। ধৃতদের বাড়ি ঝাড়গ্রাম শহরের বিবেকানন্দপল্লি এলাকায়। ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক তাঁদের ৩ দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বলেও পুলিশ সূত্রে খবর। এই প্রসঙ্গে ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষ বলেন, ‘‘মাওবাদীদের নাম করে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’’
পুলিশের সূত্র অনুযায়ী, ঝাড়গ্রাম শহরের এক ব্যবসায়ীকে গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফোন করে হুমকি দেওয়া হয়। মাওবাদীদের নাম করে তাঁর কাছে টাকা চেয়ে হুমকি দেওয়া হয় বলে ওই ব্যবসায়ী থানায় অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ঝাড়গ্রাম থানার পুলিশ। এর পরই এই দু'জনকে গ্রেফতার করা হল।
মাওবাদীদের নাম করে ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা চাওয়ার অভিযোগে জানুয়ারি মাসের শেষ সপ্তাহেও চার জনকে গ্রেফতার করে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার শিলদাতে শহিদ দিবস অনুষ্ঠানে যোগ দিতে এসে এডিজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ মাওবাদী কার্যকলাপ প্রসঙ্গে বলেন, ‘‘জঙ্গলমহলে পুলিশ সতর্ক রয়েছে। কোনও খবর পেলেই পুলিশ পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহল এখন অনেকটাই শান্তিতে রয়েছে।’’
বাঁকুড়াতেও গত সপ্তাহে এক তৃণমূল নেতাকে মাওবাদীদের নাম করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।