TET

TET: কেন ৬ বছর পরে? প্রাথমিকে নিয়োগ নিয়ে জনস্বার্থ মামলায় হাই কোর্টে পাল্টা প্রশ্ন রাজ্যের

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যকে তার বক্তব্য সাত দিনের মধ্যে হলফনামা আকারে জমা দিতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ মে ২০২২ ১৫:১১
Share:

প্রতীকী ছবি।

প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে করা বিজেপির জনস্বার্থ মামলা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় মঙ্গলবার জানান, ২০১৪ সালে টেটের বিজ্ঞপ্তি জারি হয়েছিল। ২০১৬ সালের ১৪ সেপ্টেম্বর ওই পরীক্ষার ফল বেরোয়। পরের বছর থেকে নিয়োগ শুরু হয়। আর হাই কোর্টে মামলা করা হয় এ বছরের ৪ মে।

অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘৬ বছর পর মামলা কেন? যিনি মামলা করেছেন তিনি কোনও চাকরিপ্রার্থী বা শিক্ষক নন। এমনকি, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক নেই। এই মামলার পিছনে কী উদ্দেশ্য রয়েছে?’’

Advertisement

প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, রাজ্যকে তার বক্তব্য সাত দিনের মধ্যে হলফনামা আকারে দিতে হবে। এই জনস্বার্থ মামলায় সামান্য ত্রুটি রয়েছে। মামলাকারীকেও তা সংশোধন করতে হবে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement