গণ-প্রতিবাদের পাশে

সাধারণ সভা থেকে সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চক্রবর্তী পুনর্নির্বাচিত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ০২:৪৫
Share:

সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ।—ছবি এপি।

দল, পতাকা বা ধর্ম নির্বিশেষে, এমনকি, কোনও নেতা-নেত্রী ছাড়াই দেশের নানা জায়গায় যে ভাবে মানুষের প্রতিবাদ ছড়িয়ে পড়ছে, তাকে সর্বতো ভাবে সহায়তা করার সিদ্ধান্ত নিল ‘সেভ ডেমোক্র্যাসি’। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় রবিবার এই অঙ্গীকারই উঠে এসেছে। সেই সঙ্গে প্রতিবাদ করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রশ্নে মুখ্যমন্ত্রীর গণভোটের দাবির। সাধারণ সভা থেকে সংগঠনের সভাপতি ও সম্পাদক পদে যথাক্রমে প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ও চঞ্চল চক্রবর্তী পুনর্নির্বাচিত হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement