ঝলমলে রোদ কবে? দিন গুনছে বাঙালি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২০ ০৫:৩৪
Share:

বরফে ঢাকা: সান্দাকফুতে তুষারপাত। শনিবার। নিজস্ব চিত্র

শীতকালে ঝকঝকে রোদই গাঙ্গেয় বঙ্গের স্বাভাবিক চরিত্র। কিন্তু গত ক’দিন ধরেই দক্ষিণবঙ্গের আকাশের মুখ ভার। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ রবিবারও কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের বহু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। রাতের তাপমাত্রাও সে ভাবে স্বাভাবিকের নীচে নামবে না বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা। আকাশ কবে পুরোপুরি মেঘমুক্ত হবে, আপাতত তারই অপেক্ষায় বাঙালি।

Advertisement

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু আবহবিদেরা বলছেন, আকাশ মেঘলা থাকার ফলে রাতের তাপমাত্রা খুব বেশি নামবে না। দিনের তাপমাত্রাও সে ভাবে বাড়বে না। ফলে শীতের অনুভূতি মিলবে।

আবহবিদদের কেউ কেউ বলছেন, হাড়কাঁপানো উত্তুরে বাতাস মেলার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না। কারণ, বর্তমানে উত্তর ভারতের পাহাড়ে প্রবল তুষারপাত হচ্ছে না। তার উপরে উত্তুরে বাতাস বয়ে আসার পথেও বাধা রয়েছে। তবে পরিস্থিতি অনুকূল হলে পৌষ সংক্রান্তির আগে ফের খেল দেখাতে পারে শীত।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement