নিজস্ব চিত্র।
আরামবাগ মহকুমা হাসপাতালের বেসরকারি অ্যাম্বুল্যান্সগুলিতে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দেওয়ায় রোগীদের স্থানান্তর করার ক্ষেত্রে বিপাকে পড়তে হচ্ছে বলে অভিযোগ। ফলে ভোগান্তি হচ্ছে রোগীর পরিবারের লোকজনেরও।
সূত্রের খবর, আরামবাগ মহকুমা হাসপাতালের কোনও বেসরকারি অ্যাম্বুল্যান্সেই অক্সিজেন নেই। মালিকরা বলছেন, তাঁরা যেখান থেকে অক্সিজেন কেনেন সেখান থেকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, বেসরকারি কোনও অ্যাম্বুল্যান্সে অক্সিজেন দেওয়া যাবে না। কারণ উচ্চ দফতরের নাকি নির্দেশিকা রয়েছে। তাই রোগীদের অক্সিজেন কী ভাবে দেওয়া যাবে তা নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন অ্যাম্বুল্যান্স মালিকরা।
এই প্রসঙ্গে চাঁপাডাঙার এক রোগীর পরিবারের দাবি, তাঁদের রোগীকে অন্যত্র স্থানান্তর করার কথা বলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু অ্যাম্বুল্যান্স মালিকরা জানাচ্ছেন, কোনও অ্যাম্বুল্যান্সে অক্সিজেন নেই। ফলত রোগীকে তাঁরা কী ভাবে অন্যত্র নিয়ে যাবেন, সেটাই বুঝতে পারছেন না। অনেকে অভিযোগ করছেন, এটা কৃত্রিম ভাবে তৈরি সঙ্কট ছাড়া কিছুই নয়।
বিষয়টি নিয়ে পৌর প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন অ্যাম্বুল্যান্স মালিকরা। এ বিষয়ে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। হুগলি-র জেলাশাসক পি দীপা প্রিয়া বলেন, ‘‘জেলায় ১৫০টি সরকারি অ্যাম্বুল্যান্স রয়েছে। তাতে অক্সিজেনের কোনও সমস্যা নেই। ব্লক ও মহকুমায় সেই অ্যাম্বুল্যান্স কাজ করছে। অক্সিজেনের সমস্যা হলে জেলা কন্ট্রোল রুমে জানাতে হবে। কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছে না, এমনটা কেউ জানায়নি।’’