সুজন চক্রবর্তী।
ষষ্ঠ বেতন কমিশনের পূর্ণাঙ্গ সুপারিশ কার্যকর না করে রাজ্য সরকার কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচাকরীদের সঙ্গে বঞ্চনা করেছে বলে অভিযোগ করলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বঞ্চনার প্রতিবাদ-সহ পাঁচ দফা দাবিতে শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান কর্মসূচি নিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি পেনশনার্স সমিতি। সেই মঞ্চেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন সুজনবাবু। সংশোধিত নাগরিকত্ব আইন এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতাও করা হয়েছে ওই অবস্থান কর্মসূচি থেকে।