অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বৃদ্ধির বিজ্ঞপ্তি রাজ্যে

অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশনভোগীর বয়স ৮০ বা তার বেশি হলে তিনি নতুন মূল পেনশনের ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত পাবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০৩:১৯
Share:

কর্মরতদের মতো পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও বর্তমান মূল পেনশনকে ২.৫৭ দিয়ে গুণ করলে নতুন মূল পেনশন পাওয়া যাবে। 

ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ বলবৎ করার ফলে রাজ্যের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা কতটা সুবিধা পাবেন তা জানিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি (পেনশন রোপা) জারি করল অর্থ দফতর। সরাসরি রাজ্য সরকার, পুরসভা, পঞ্চায়েত, শিক্ষাপ্রতিষ্ঠান ইত্যাদি মিলিয়ে রাজ্যে পেনশনভোগীর সংখ্যা আনুমানিক ৭ লক্ষ। এখন কর্মরতদের মতো পেনশনভোগী বা পারিবারিক পেনশনভোগীদের ক্ষেত্রেও বর্তমান মূল পেনশনকে ২.৫৭ দিয়ে গুণ করলে নতুন মূল পেনশন পাওয়া যাবে।

Advertisement

অর্থাৎ, এখন কারও মূল পেনশন ১০০ টাকা হলে এবং তিনি ৪০ শতাংশ পেনশন ‘কমিউট’ করে থাকলে তাঁর নতুন মূল পেনশন হবে ১০০ X ২.৫৭ = ২৫৭ টাকা। তার থেকে কমিউট করা অংশ বাদ দিয়ে (২৫৭-৪০) নতুন পেনশন হবে ২১৭ টাকা। ন্যূনতম পেনশনের পরিমাণ হবে সাড়ে আট হাজার টাকা। আগামী বছর ১ জানুয়ারি থেকে এই পেনশন কার্যকর হবে।

অবসরপ্রাপ্ত কর্মী বা পারিবারিক পেনশনভোগীর বয়স ৮০ বা তার বেশি হলে তিনি নতুন মূল পেনশনের ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত পাবেন। ৮০ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত মিলবে ২০ শতাংশ অতিরিক্ত পেনশন। ৮৫ থেকে ৯০ বছর বয়স পর্যন্ত ৩০ শতাংশ, ৯০ থেকে ৯৫ বছর বয়স পর্যন্ত ৪০ শতাংশ, ৯৫ থেকে ১০০ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ এবং শতায়ুরা মূল পেনশনের দ্বিগুণ বাড়তি হিসেবে পাবেন।

Advertisement

পেনশন, পারিবারিক পেনশনের ক্ষেত্রে ঊর্ধ্বসীমাও বেড়েছে। পেনশনের ঊর্ধ্বসীমা ৩৫ হাজার টাকা থেকে বেড়ে হবে ১ লক্ষ ৫০০ টাকা।পারিবারিক পেনশনের ঊর্ধ্বসীমা ২১ হাজার টাকা থেকে বেড়ে হবে ৬০,৩০০ টাকা। রাজ্য সরকারি কর্মচারীদের মৃত্যুজনিত বা অবসরকালীন গ্র্যাচুইটিও ৬ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১২ লক্ষ টাকা করা হয়েছে।

কর্মচারী সংগঠনগুলির ব্যাখ্যা, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা অবসর নিয়েছেন, তাঁরা ৬ লক্ষ টাকাই গ্র্যাচুইটি পাবেন। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৯-এর ৩১ ডিসেম্বরের মধ্যে যাঁরা অবসর নিয়েছেন বা নেবেন, তাঁরা পুরনো বেতনকাঠামোয় অবসর নিলেও অতিরিক্ত ৬ লক্ষ টাকা গ্র্যাচুইটি পাবেন। এ ছাড়া, এই সময়কালের মধ্যে অবসরগ্রহণকারীরা আগের সরকারি ঘোষণামতো প্রাপ্য ইনক্রিমেন্ট পাবেন বলেও অর্থ দফতর সূত্রে জানানো হয়েছে। সাধারণ ভাবে প্রতি বছর জুলাইয়ে রাজ্য সরকারি কর্মীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়। ২০১৬ থেকে ২০১৯-এর মধ্যে ওই সময় কর্মরত থাকলে ইনক্রিমেন্ট মিলবে বলে ওই সূত্রের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement