কলকাতায় সিপিআই ( এম - এল) লিবারেশনের শান্তি মিছিল।
ঘৃণা-ভাষণের দায়ে বিজেপির দুই প্রাক্তন মুখপাত্রের শাস্তির দাবিতে ও রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানিয়ে কলকাতায় পথে নামল সিপিআই (এম-এল) লিবারেশন। মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত রবিবারের ওই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার প্রমুখ। বিজেপি-আরএসএসের ঘৃণা ছড়ানোর লাগাতার চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদকারীদের বিরুদ্ধে দেশ জুড়ে পুলিশ যে ভাবে আক্রমণ করছে, তার সমালোচনা করেন দীপঙ্করবাবু। উত্তরপ্রদেশ ও দিল্লির উদাহরণ দিয়ে বুলডোজ়ার-নীতির প্রতিবাদও উঠে এসেছে। রাজ্যের সব অংশের মানুষকে কোনও প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানিয়ে পরিস্থিতির প্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে সর্বদল বৈঠক ডাকার দাবি জানিয়েছেন লিবারেশন নেতৃত্ব। এসইউসি-র সাধারণ সম্পাদক প্রভাস ঘোষও এ দিন বিবৃতিতে বলেছেন, বিজেপির জাতীয় মুখপাত্রদের বক্তব্য একেবারেই ‘আকস্মিক’ নয়। তাঁর মতে, ‘ফ্যাসিস্ত সংস্কৃতি সৃষ্টি করার উদ্দেশ্যে অন্ধ ধর্মীয় মৌলবাদকে শক্তিশালী করা হচ্ছে। এর দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়কে উত্তেজিত করে তাঁদেরও মৌলবাদের শিকারে পরিণত করার অপচেষ্টা হচ্ছে, যাতে বিজেপি-সঙ্ঘ পরিবারও তাদের মৌলবাদকে আরও শক্তিশালী করতে পারে’।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।