Mamata Banerjee

আলোচনা চায় প্রদেশ কংগ্রেস

যাঁরা বাইরে থেকে ফিরবেন, তাঁদের ঠিকমতো কোয়রান্টিনে রাখার ব্যবস্থা কী ভাবে হবে, তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ মে ২০২০ ০৫:৩৬
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র

কেন্দ্র ও রাজ্য সরকারের টানাপড়েন কাটিয়ে ভিন্ রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের ফেরানোর দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা চায় প্রদেশ কংগ্রেস। সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আলোচনায় আগ্রহী বলে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে সময় চেয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর বক্তব্য, ‘‘রাজ্য সরকার বলছে, তারা ট্রেন চেয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে, রাজ্য ট্রেন চায়নি। কে ঠিক, কে বেঠিক, আমরা জানি না। এই বিতর্কে না গিয়ে আমরা চাই, রাজ্য ইতিবাচক সিদ্ধান্ত কেন্দ্রকে জানিয়ে দিক। আমরাও কেন্দ্রের উপরে চাপ সৃষ্টি করব।’’ যাঁরা বাইরে থেকে ফিরবেন, তাঁদের ঠিকমতো কোয়রান্টিনে রাখার ব্যবস্থা কী ভাবে হবে, তা নিয়েও রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চায় কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement