Somen Mitra

নার্সিং হোমে সোমেন, স্থগিত বাম-বৈঠক

প্রদেশ কংগ্রেস সভাপতির অসুস্থতার জন্য দু’পক্ষের বৈঠক আপাতত হচ্ছে না বলে বিধান ভবন থেকে এ দিন জানিয়ে দেওয়া হয় বাম শিবিরকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মার্চ ২০২০ ০৩:০৪
Share:

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।—ফাইল চিত্র।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। তাঁর অসুস্থতার কারণে বুধবার সন্ধ্যায় নির্ধারিত প্রদেশ কংগ্রেস ও বাম দলগুলির রাজ্য নেতৃত্বের বৈঠক আপাতত পিছিয়ে গেল। দিনে গরম, রাতে এখনও অল্প ঠান্ডা— এই পরিস্থিতির সঙ্গে তাল রাখতে না পেরে অসুস্থ হয়ে পড়েছেন সোমেনবাবু। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি নার্সিং হোমে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। ফের সংক্রমণের সমস্যা ভোগাচ্ছে কি না, পরীক্ষা করা হচ্ছে তা-ও। অসুস্থতার খবর পেয়ে এ দিন সোমেনবাবুকে দেখতে নার্সিং হোমে গিয়েছিলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বিরোধী দল কংগ্রেসের সচেতক মনোজ চক্রবর্তী। প্রদেশ কংগ্রেস সভাপতির অসুস্থতার জন্য দু’পক্ষের বৈঠক আপাতত হচ্ছে না বলে বিধান ভবন থেকে এ দিন জানিয়ে দেওয়া হয় বাম শিবিরকে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু-সহ বাম নেতৃত্ব সোমেনবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement