adhir chowdhury

SSC Candidates: শিক্ষক পদপ্রার্থীদের ধর্নায় পাশে অধীর

অধীরবাবুর কাছে তাঁদের ‘বঞ্চনা ও অবিচারের’ কথা জানান শিক্ষক পদপ্রার্থীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ০৬:৫০
Share:

শিক্ষক নিয়োগ - প্রার্থীদের অবস্থানে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মেধা তালিকার ভিত্তিতে নিয়োগের দাবিতে ও স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগে দুর্নীতির প্রতিবাদে গত ৮ অক্টোবর খেকে লাগাতার অবস্থান-অনশন কর্মসূচি চালাচ্ছেন শিক্ষক পদপ্রার্থীরা। মেয়ো রোডে গাঁধী মূর্তির নীচে এসএসএসটি নিয়োগ-প্রার্থীদের সেই ধর্না-স্থলে গিয়ে রবিবার তাঁদের সঙ্গে দেখা করলেন লোকসভায় বিরোধী দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ছিলেন নেপাল মাহাতো, আশুতোষ চট্টোপাধ্যায়, সৌরভ প্রসাদেরা। অধীরবাবুর কাছে তাঁদের ‘বঞ্চনা ও অবিচারের’ কথা জানান শিক্ষক পদপ্রার্থীরা। কান্নায় ভেঙে পড়েন তাঁদের কেউ কেউ। তাঁদের ন্যায্য দাবির পাশে থেকে লড়াই চালানোর কথা বলেন অধীরবাবু। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে চিঠিও দিয়েছেন তিনি। প্রদেশ সভাপতির অনুরোধ, মুখ্যমন্ত্রী আগে ওই শিক্ষক পদপ্রার্থীদের আশ্বাস দিয়েছিলেন। তিনিই গুরুত্ব দিয়ে এই বিষয়ে আলোচনা ও মীমাংসার ব্যবস্থা করুন। চিঠিতে অধীরবাবু লিখেছেন, শিক্ষকেরা সমাজের মেরুদণ্ড। সেই শিক্ষক নিয়োগে এত অনিয়ম এবং প্রতিবাদকারীদের এমন দুরবস্থা মেনে নেওয়া যায় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement