State News

ট্রেন যাত্রী হয়রানি চলছেই

মঙ্গলবার সকাল থেকে শিয়ালদহমুখী লোকাল ট্রেনে কার্যত পা ফেলার জায়গা ছিল না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০২:৫২
Share:

—ফাইল চিত্র।

ট্রেন যাত্রীদের হয়রানি কমাতে নৈহাটি থেকে ব্যারাকপুর এবং কলকাতা সরাসরি বাসের ব্যবস্থা করেছে পরিবহণ দফতর। কিন্তু তাতে মানুষের হয়রানি ঠেকানো যাচ্ছে না। মঙ্গলবারও ভোগান্তির একই ছবিই ধরা পড়ল শিয়ালদহ মেন লাইনে। প্রাণের ঝুঁকি নিয়ে লোকাল ট্রেনের কামরায় গেটে ঝুলতে ঝুলতে গেলেন অনেকে। সোমবারের থেকে এ দিন ব্যারাকপুর-শিয়ালদহ লোকালে ভিড় বেশি ছিল। বেশ কিছু গাড়ি ব্যারাকপুর স্টেশন থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে সরাসরি বিমানবন্দর পর্যন্ত যায়। মাথা-পিছু দেড়শো টাকা ভাড়া নেওয়া হয়। সেই সব গাড়িতেও ঠেসে ঠেসে যাত্রী তোলা হয় বলে অভিযোগ।

Advertisement

মঙ্গলবার সকাল থেকে শিয়ালদহমুখী লোকাল ট্রেনে কার্যত পা ফেলার জায়গা ছিল না। কল্যাণীর বাসিন্দা সুফল সরকার বলেন, ‘‘সব ট্রেন ভর্তি। সব স্টেশনেই ভিড়। তাতে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে মাঝের স্টেশনে যাঁরা নামছেন তাঁদের।’’ সুফল জানান, তাঁর নামার কথা ছিল টিটাগড়ে। ভিড়ের চাপে গেটে পৌঁছতেই পারেননি। আগরপাড়ায় নেমে উল্টো দিকের ট্রেন ধরেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement