ফাইল চিত্র।
রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগের মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় দু’জনের নামে বহু যৌথ সম্পত্তি রয়েছে। সোমবার কলকাতার বিশেষ আদালতে শুনানি চলাকালীন এমনই দাবি করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আইনজীবী। ইডির দাবি, পার্থ ও অর্পিতার মধ্যে নিশ্চয়ই এমন কোনও সম্পর্ক রয়েছে, যার জন্য তাঁরা একসঙ্গে সম্পত্তি কিনেছেন। যদিও ইডির এই যুক্তি মানতে চাননি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তাঁর বক্তব্য, অর্পিতার বাড়়ি থেকে টাকা উদ্ধার হয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, অর্পিতার সঙ্গে পার্থের যোগ রয়েছে।
গত শুক্রবার রাতে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রায় ২২ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এ ছাড়াও উদ্ধার হয়েছে বিদেশি মুদ্রা, সোনার গয়না। তার পরেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ ও অর্পিতা। সোমবার আদালতে ইডির দাবি, পার্থের বাড়ি থেকেও বিভিন্ন সম্পত্তির দলিল ও সংস্থার নথি উদ্ধার হয়েছে। কেন্দ্রীয় সংস্থার পক্ষে আইনজীবী তথা কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নামে অনেক যৌথ সম্পত্তির হদিস মিলেছে। আমাদের মনে হয়, তাঁদের মধ্যে নিশ্চয়ই এমন কোনও সম্পর্ক রয়েছে, যার জন্য তাঁরা একসঙ্গে সম্পত্তি কিনেছেন।’’
ইডির আইনজীবীর এই মন্তব্যের পরেই পার্থের আইনজীবী দেবাশিস রায় বলেন, ‘‘আমি মেনে নিচ্ছি, উনি (অর্পিতা) আমার মক্কেলের পরিচিত। কিন্তু আমার মক্কেলের জুনিয়রের বাড়িতে টাকা উদ্ধার হলে তার সঙ্গে আমাদের মক্কেল যুক্ত, তা কী করে প্রমাণ হয়!’’