TMC

বোলপুর পুরসভার প্রশাসক পদে রদবদল, সুশান্তের জায়গায় আনা হল পর্ণাকে

পর্ণা বলেন, ‘‘বড় দায়িত্ব। প্রথমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করব। আমি নতুন তাই একটু ভয় হচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বোলপুর শেষ আপডেট: ১৩ মে ২০২১ ১৯:১৮
Share:

পর্ণা ঘোষ নিজস্ব চিত্র

বোলপুর পুরসভার প্রশাসক পদে রদবদল। সুশান্ত ভকতের জায়গায় আনা পর্ণা ঘোষকে। বৃহস্পতিবার পর্ণা বোলপুর পরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন হিসাবে দায়িত্ব নিলেন। তিনি বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সুদীপ্ত ঘোষের স্ত্রী।

Advertisement

দীর্ঘ দিন ধরেই বোলপুর পুরসভার চেয়ারম্যান ছিলেন সুশান্ত। ২০২০ সালে পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। তার পরেই প্রশাসক বোর্ড গঠন করা হয়। সুশান্তকেই প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান করা হয়। বৃহস্পতিবার সুশান্তকে সরিয়ে পর্ণাকে দায়িত্ব দেওয়া হয়। সুশান্ত যদিও বলেন, ‘‘আমি দীর্ঘ দিন ধরেই শারীরিক ভাবে অসুস্থ। সে জন্য দায়িত্ব ছাড়ার কথা বলছিলাম। পর্ণা আমার ছোট বোনের মতো। আমার দিক থেকে সমস্ত সহায়তা করব।’’

দায়িত্ব পেয়ে স্বভাবতই খুশি পর্ণা। তিনি বলেন, ‘‘বড় দায়িত্ব। প্রথমে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করব। আমি নতুন তাই একটু ভয় হচ্ছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement