Belgachia landslide

হাওড়ায় ধস-আতঙ্ক! ঘরছাড়া বহু মানুষ, ববির পর গেলেন শুভেন্দু, বচসায়ও জড়ান পুলিশের সঙ্গে

জলসঙ্কট মিটেছে। এখন আতঙ্কের মূল কারণ ভাগাড়ে ধস। এর জেরে হাওড়ার বেলগাছিয়ায় বহু বাড়িতে ফাটল ধরেছে। ভয়ে আপাতত ঘরছাড়া বহু বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২৫ ১৭:৫৪
Share:
হাওড়ার বেলগাছিয়ায় ধসে ভেঙে পড়েছে বাড়ি।

হাওড়ার বেলগাছিয়ায় ধসে ভেঙে পড়েছে বাড়ি। —নিজস্ব চিত্র।

জলসঙ্কট মিটেছে। এখন আতঙ্কের মূল কারণ ভাগাড়ে ধস। এর জেরে হাওড়ার বেলগাছিয়ায় বহু বাড়িতে ফাটল ধরেছে। ভয়ে আপাতত ঘরছাড়া বহু বাসিন্দা। সোমবার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যে পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ (ববি) হাকিম। পরে গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পুলিশের সঙ্গে তিনি বচসায়ও জড়িয়েছেন। অভিযোগ, বচসা-ধস্তাধস্তির সময় বিরোধী দলনেতার হাত কেটে গিয়েছে। পুলিশ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement

বেলগাছিয়ার ভাগাড়ে বার বার ধসের জেরে বহু বাড়িতে ফাটল ধরেছে। রবিবারই সংবাদমাধ্যম ও পুলিশের চোখের সামনে একটি বাড়ি আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই পরিস্থিতিতে সোমবার এলাকায় মাইকিং করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। বাসিন্দাদের বিপজ্জনক এলাকা থেকে সরে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার জন্য আবেদন করেন তাঁরা। এতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়েরা। তাঁদের অভিযোগ, তাঁদের বাস্তুচ্যুত করার পরিকল্পনা হচ্ছে। নিজের জায়গা ছেড়ে তাঁরা কোথাও যাবেন না।

ভাগাড় এলাকায় গিয়েছিলেন ফিরহাদ। সেখানে জেলা প্রশাসন ও পুর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। পরে তিনি বলেন, ‘‘আগে এলাকার মাটি পরীক্ষা করা হবে। তার পর জানা যাবে মাটির পরিস্থিতি কেমন। তার আগে যতটা জায়গায় প্রভাব পড়েছে, সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরে তাঁদের ঘর বানিয়ে দেওয়া হবে। ভাগাড়ে যে পরিমাণ আবর্জনা আছে, তা দু’-তিন বছরের মধ্যে সরানো হবে।’’

Advertisement

ওই এলাকায় পরে যান শুভেন্দু। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করেন। অভিযোগ, তাঁকে এলাকায় ঢুকতে বাধা দেয় পুলিশ। পুলিশ অবশ্য সেই অভিযোগ মানেনি। রাজ্য সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, ‘‘দলের পক্ষ থেকে যেমন তৈরি করা খাবার খাওয়ানো হচ্ছে, তেমনই ২০ লিটার জারের ব্যারেল বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দলীয় কর্মীদের।’’ বেলগাছিয়ার ঘটনা নিয়ে হাওড়া পুরসভার গেটের সামনেও অবস্থান বিক্ষোভ করে বিজেপি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement