কলকাতা পুরসভা। —ফাইল চিত্র।
ছুটির দিনে কলকাতা পুরসভার দু’টি দফতর চালু রাখা সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। পুরসভা সূত্রের খবর, ইদ উপলক্ষে ৩১ মার্চ জাতীয় ছুটি। পুরসভার কমিশনারের তরফে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিন পুরসভার ট্রেজ়ারি এবং অ্যাসেসর-কালেক্টর (সাউথ) বিভাগ খোলা থাকবে। বিরোধীদের অভিযোগ, কয়েক মাস আগে পুরসভার স্কুলগুলির বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে ইদের ছুটি বাড়ানোর পুর বিজ্ঞপ্তি ঘিরেও প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। একই ভাবে প্রশ্ন উঠেছে, ইদের মতো জাতীয় ছুটির দিনে পুরকর্মীরা কেন কাজ করবেন?
মেয়র ফিরহাদ হাকিম বুধবার বলেন, ‘‘পুরসভা জরুরি পরিষেবা দেওয়ার কাজ করে। কোভিডের সময়ে পুরকর্মীরা নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছেন। যে কোনও ছুটির দিনেও জঞ্জাল সাফাই, জল সরবরাহের মতো জরুরি পরিষেবা বন্ধ থাকলে নগরবাসী প্রবল সমস্যায় পড়বেন। ৩১ মার্চ ২০২৪-’২৫ আর্থিক বছরের শেষ দিন। অনেকেই সে দিন করের
টাকা জমা করেন। তাঁদের সুবিধার্থেই আমরা ওই দিন ট্রেজ়ারি অফিস খোলা রাখছি।’’
প্রসঙ্গত, সারা শহরে পুরসভার ২০টি ট্রেজ়ারি অফিসে প্রায় ১০০ জন কর্মী কাজ করেন। মেয়রের কথায়, ‘‘৩১ মার্চ দু’টি দফতরই ন্যূনতম সংখ্যক কর্মী নিয়ে চলবে। কাউকে জোর করা হবে না। এ বিষয়ে বিভাগীয় প্রধানেরা সিদ্ধান্ত নেবেন।’’ পুরসভার বাম প্রভাবিত ক্লার্ক’স ইউনিয়নের সাধারণ সম্পাদক অমিতাভ ভট্টাচার্যের কথায়, ‘‘কলকাতা পুরসভার কর্মীরা পুরসভার জন্য নিয়োজিত প্রাণ। কিন্তু তাঁদের কথা ভাবেন না পুর কর্তৃপক্ষ। জাতীয় ছুটির দিনে দু’টি দফতর চালু রাখা সে কথাই বলে।’’
উল্লেখ্য, শুধু ৩১ মার্চই নয়, ২৭ মার্চ রাজ্য সরকারের ছুটির দিনেও পুরসভার ওই দু’টি দফতর একই ভাবে চালু থাকবে বলে পুর কমিশনারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।