Jessore Road

যশোর রোডে বালি সরানোর কাজ শুরু

পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে জমে থাকা বালির স্তর বাইকচালকদের জন্য বিপজ্জনক। কারণ সেখানে চাকা পিছলে যে কোনও সময়ে দুর্ঘটনায় পড়তে পারেন বাইকচালকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৫ ১০:১৩
Share:
যশোর রোডের ওই সব জায়গা থেকে বালি সরানোর কাজ শুরু হয়েছে।

যশোর রোডের ওই সব জায়গা থেকে বালি সরানোর কাজ শুরু হয়েছে। —ফাইল চিত্র।

যশোর রোডের ধার থেকে বালি সরানোর কাজ শুরু করল প্রশাসন। সূত্রের খবর, গত এক মাসে বিমানবন্দরের আড়াই নম্বর গেট এলাকা থেকে দোলতলার মধ্যে পথ দুর্ঘটনায় ছ’জনের মৃত্যু হয়েছে। তার পরে মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পূর্ত ও পরিবহণ বিভাগ-সহ বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করেন বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের আধিকারিকেরা। দুর্ঘটনা এড়াতে তাদের প্রস্তাবিত বিভিন্ন পরিকল্পনার কোনও কিছুই বাস্তবায়িত হচ্ছে না বলে বৈঠকে ক্ষোভ প্রকাশ করে পুলিশ।

Advertisement

তার পরেই বুধবার দেখা যায়, যশোর রোডের ওই সব জায়গা থেকে বালি সরানোর কাজ শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারে জমে থাকা বালির স্তর বাইকচালকদের জন্য বিপজ্জনক। কারণ সেখানে চাকা পিছলে যে কোনও সময়ে দুর্ঘটনায় পড়তে পারেন বাইকচালকেরা। কয়েকটি ক্ষেত্রে তেমনটা ঘটেছে।

এর পরেই এ দিন সকালে দেখা যায়, শ্রমিকেরা পথের ধারে পড়ে থাকা বালির স্তর কেটে লরিতে তুলছেন। পুলিশ জানিয়েছে, পূর্ত দফতরের তরফে ওই কাজ করানো হচ্ছে। যদিও পূর্ত দফতরের তরফে এ নিয়ে কেউ কথা বলেননি।

Advertisement

পুলিশ জানায়, রাস্তার মাঝে পথ-বিভাজিকা বহু জায়গায় ভেঙে গিয়েছে এবং দীর্ঘ দিন গাছ না কাটার ফলে ডালপালায় ঢাকা পড়ছে সিগন্যাল। তাই সেই সব ডালপালা কাটার জন্যও পূর্ত দফতরকে অনুরোধ করেছে পুলিশ। অবশ্য মঙ্গলবারের বৈঠকের পরে পূর্ত দফতর জানিয়েছে, পথ নিরাপত্তার প্রয়োজনে যা করার, সবটাই করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement