পিএসি চেয়ারম্যান মুকুল রায়। -ফাইল ছবি।
রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি)-র চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে যে মামলাটি দায়ের করা হয়েছে কলকাতা হাই কোর্টে, তার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার ওই দিন ধার্য করেছে। স্পিকারের হয়ে সওয়াল করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। তিনি মঙ্গলবার আদালতে জানান, এ নিয়ে তাঁদের আরও অনেক কিছু বলার রয়েছে। তাই হলফনামা জমা দেওয়ার জন্য তিনি আদালতের কাছে আরও দু'সপ্তাহ সময় দেওয়ার আর্জি জানান। ডিভিশন বেঞ্চ জানায়, ১২ অগস্ট মামলার পরবর্তী শুনানির যে দিন ধার্য করা হয়েছে, তার মধ্যেই হলফনামা জমা দিতে হবে।
নিয়ম না মেনে পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগে স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।
পাল্টা সওয়ালে বিজেপি বিধায়কের তরফে আইনজীবী কে এস নরসিংহ বলেন, “সংসদীয় ব্যবস্থায় স্পিকার এই ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন কি না, খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাই মামলাটির শুনানি হোক বুধবারই।”