মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র
অক্সফোর্ড ইউনিয়নের বিতর্ক সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য পেশের অনুষ্ঠান স্থগিত করল কর্তৃপক্ষ। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার দুপুরেই অনুষ্ঠানে বক্তব্য পেশ করার কথা ছিল মুখ্যমন্ত্রীর।
রাজ্য স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, অক্সফোর্ড কর্তৃপক্ষ বুধবার শেষ মুহূর্তে ওই অনুষ্ঠান স্থগিত রাখা এবং নতুন করে সময়সূচি তৈরির আর্জি জানায় তাদের। অনিবার্য কারণের কথা বলে টেলিফোনে ওই আর্জি জানান অক্সফোর্ডের উদ্যোক্তারা। তাই বুধবারের অনুষ্ঠান বাতিল হয়েছে।
বিশ্বের প্রথম সারির ডিবেটিং সোসাইটি হিসেবে পরিচিত অক্সফোর্ড ইউনিয়ন। মার্গারেট থ্যাচার, থেরেসা মে-র পর তৃতীয় মহিলা রাজনীতিক হিসেবে বক্তব্য পেশ করার কথা ছিল মমতার।