প্রতীকী ছবি।
উপনির্বাচনের আগে খড়গপুরের বিভিন্ন জায়গায় তল্লাশি তালিয়ে ‘বহিরাগত’দের বার করে দেওয়ার জন্য সাধারণ ও পুলিশ পর্যবেক্ষকদের কাছে দাবি জানাল বিরোধীরা। পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করে শুক্রবার কংগ্রেসের তরফে শুভঙ্কর সরকার, কুণাল বন্দ্যোপাধ্যায় এবং বামেদের তাপস সিংহ, বিপ্লব ভট্টেরা অভিযোগ করেন, খড়গপুরের নানা হোটেল ও আশ্রমে ‘বহিরাগত’দের এনে জড়ো করেছে কেন্দ্র ও রাজ্যের দুই শাসক দল। তাদের বার করে দেওয়া এবং ভোটের দু’দিন আগে মদ বিলির ঘটনা ঠেকাতে মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়ার জন্য পর্যবেক্ষকদের কাছে আর্জি জানান তাঁরা। খড়গপুরের আইসি-র ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করে তাঁকে নির্বাচনের দিন দায়িত্বে না রাখার দাবিও তুলেছেন শুভঙ্করবাবু, তাপসবাবুরা। বিজেপির রাজ্য সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষেরও অভিযোগ, তৃণমূল অন্য জেলা থেকে দুষ্কৃতী নিয়ে এসে জড়ো করছে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি অবশ্য পাল্টা আঙুল তুলেছেন বিজেপির দিকে।