Coronavirus in West Bengal

সীমানায় সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর আশ্বাস বিরোধীদের

মুখ্যমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনের সঙ্গেও বিরোধী দলনেতার কথা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২০ ০০:৫৩
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

বিশেষ ট্রেন চালু হওয়ার আগেই নিজেদের উদ্যোগে গাড়ি ভাড়া করে এবং সংশ্লিষ্ট রাজ্যের অনুমতি নিয়ে বাংলায় ফেরার জন্য রওনা হয়ে গিয়েছিলেন বাইরে আটকে থাকা রোগী, তাঁদের সঙ্গী এবং আরও বেশ কিছু মানুষ। তাঁদের যাতে বাংলার সীমানার বাইরে আটকে থাকতে না হয়, তার জন্য রাজ্য প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বলে বিরোধী নেতাদের আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বাইরে থাকা এই সব মানুষেরই স্বাস্থ্যপরীক্ষা হবে এবং প্রয়োজনে কোয়রান্টিনে থাকতে হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে সহমত বিরোধীরাও। বাইরে আটকে থাকা লোকজনকে ফেরানোর জন্য কেন্দ্রের ঠিকমতো সহযোগিতা মিলছে না বলেও বিরোধীদের অভিযোগ।

Advertisement

নিজেদের উদ্যোগে ভিন্ রাজ্য থেকে পাড়ি দিয়ে এসে মূলত পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ার সীমানার বাইরে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন বলে জানিয়ে সোমবার মুখ্যমন্ত্রীকে চিঠি দেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এঁদের মধ্যে অনেকেই বাইরে চিকিৎসা করাতে যাওয়া রোগী রয়েছেন। বিশেষত, ঝাড়খণ্ড-বাংলা সীমানায় এঁদের আটকে থাকতে হচ্ছে। লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরীও এ দিন একই বিষয়ে কথা বলেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিংহের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় মান্নানের। বিরোধী দলনেতাকে তিনি আশ্বাস দেন, রাজ্যের সীমানায় যাতে কাউকে আটকে থাকতে না হয়, তা প্রশাসন দেখবে। মুখ্যমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুকেশ জৈনের সঙ্গেও বিরোধী দলনেতার কথা হয়েছে।

মান্নান বলেন, ‘‘বাইরে থেকে লোকজনকে ফেরানোর জন্য রাজ্য সরকার এখন চেষ্টা করছে কিন্তু কেন্দ্রের পূর্ণ সহযোগিতা এখনও মিলছে না। নিজেরা বেশি টাকা দিয়ে গাড়ি ভাড়া করে যাঁরা চলে এসেছেন, তাঁদের সীমানায় আটকে থাকার সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রীও আশ্বাস দিয়েছেন, বিষয়টি প্রশাসন দেখবে।’’

Advertisement

আরও পড়ুন: বাড়ল কন্টেনমেন্ট জোন, কোন কোন ক্ষেত্রে ছাড়, নয়া তালিকা দিল রাজ্য

আরও পড়ুন: ট্রুন্যাট পদ্ধতি কী? কতটা কাজে আসবে করোনা ঠেকাতে? জেনে নিন এক ঝলকে

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement