বিধানসভায় সর্বদলে নেই কংগ্রেস, বাম

এ বার বিধানসভার বাজেট অধিবেশন সাকুল্যে তিন দিনের। রাজ্যপালের ভাষণ দিয়ে আগামী ১ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০১৯ ০২:২৩
Share:

বিধানসভার বাজেট অধিবেশনের নামে ‘প্রহসন’ হচ্ছে, এই অভিযোগে এ বার সর্বদল বৈঠক বয়কট করবে বিরোধী কংগ্রেস ও বামফ্রন্ট। এ বার বিধানসভার বাজেট অধিবেশন সাকুল্যে তিন দিনের। রাজ্যপালের ভাষণ দিয়ে আগামী ১ ফেব্রুয়ারি অধিবেশন শুরু হবে। রাজ্য বাজেট পেশ হবে ৪ তারিখ। পরদিন ৫ তারিখ সম্ভবত শোকপ্রস্তাব নেওয়া হবে। রাজ্যপালের ভাষণের উপরে বিতর্ক এ বার হওয়ার কথা নেই, বাজেট নিয়ে সংক্ষিপ্ত বিতর্কও হবে কি না অনিশ্চিত। এমন সূচি দেখেই ৩১ জানুয়ারির সর্বদল বৈঠক এবং কার্য উপদেষ্টা (বিএ) কমিটির প্রারম্ভিক বৈঠক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বাজেট ভাষণও তাঁরা বয়কট করবেন কি না, তা নিয়ে বিরোধী শিবিরে আলোচনা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement