মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।
করোনা পরিস্থিতি মোকাবিলার সময় বিরোধীরা ভোটের রাজনীতি শুরু করেছে বলে বুধবার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত বিজেপির দিকেই ছিল তাঁর এ দিনের আক্রমণ। মমতা বলেন, ‘‘এখন তো নির্বাচন নেই যে আপনারা মাঠে নেমে পড়েছেন। নির্বাচন আসুক, মানুষ আপনাদের উত্তর দেবেন।’’ বিরোধীদের উদ্দেশে তাঁর আহ্বান, ‘‘সাফাইকর্মীদের সঙ্গে ঝাড়ু হাতে রাস্তায় নামুন। রাস্তা পরিষ্কার করুন। হাসপাতাল পরিষ্কার করুন। রোগীর পাশে দাঁড়ান, পুলিশের পাশে দাঁড়ান, চিকিৎসা কর্মীদের পাশে দাঁড়ান।’’
নবান্নে মুখ্যমন্ত্রীর এ দিনের সাংবাদিক বৈঠকের অনেকটা অংশ জুড়ে ছিল বিরোধীদের ভূমিকার সমালোচনা। বিরোধীদের উদ্দেশে তাঁর আশ্বাস, ‘‘কথা দিচ্ছি, করোনা পরিস্থিতির মধ্যে আমি কোনও রাজনীতি করব না। আমি তা করতে চাই না। কিন্তু আপনাদেরও কথা দিতে হবে, আপনারাও কোনও রাজনীতি করবেন না।’’
নানা বিষয় নিয়ে বিজেপি ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে তাঁর সংঘাত চলছে। রাজ্যে রেশন বিলি, করোনা পরীক্ষার কিট সঙ্কট, মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি, রাজ্যের পরিস্থিতি দেখতে কেন্দ্রীয় দল পাঠানো থেকে মঙ্গলবারের টিকিয়াপাড়ার ঘটনা নিয়ে প্রধানত বিজেপি রাজনৈতিক ভাবে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের শাসক দলকে ধারাবাহিক ভাবে আক্রমণ করে চলেছে। এ দিন তারই জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে সকাল থেকে সন্ধ্যা শুধু রাজ্য সরকারকে কোণঠাসা করার চেষ্টা চলছে। শকুনের মতো বসে আছে। সোশ্যাল মিডিয়া করুন, আনসোশ্যাল করবেন না। টিকিয়াপাড়ায় কী হয়েছে, তা নিয়ে বেদ-বেদান্ত করছেন। কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। সোশ্যাল মিডিয়ায় প্রচার চলছে। আমি গ্রেফতার করি না। আপনাদের ছেড়ে রেখেছি।’’ এই প্রসঙ্গেই সংবাদমাধ্যমের একাংশের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বিজেপির কথা শুনে একতরফা প্রচার করা হচ্ছে।’’
মমতার দাবি, যে সব রাজ্যে বিজেপি বা অন্য দল ক্ষমতায় রয়েছে, সেখানকার কোনও ঘটনা বা কার্যকলাপ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। অথচ তাঁর সরকারের বিরুদ্ধে বিজেপি ক্রমাগত মন্তব্য করে চলেছে। মমতার কথায়, ‘‘গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশে তো আমরা সরকার চালাই না।
কিন্তু ওখানকার পরিস্থিতি নিয়ে কথা বলি না। সবাই নিজের মতো চেষ্টা করছে। আমরা সকলের পাশে আছি।’’ দিল্লির হিংসার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘আমরা কি ঝাঁপি খুলে দেব। তা আমরা করছি না।’’ এই সঙ্গেই তাঁর হুঁশিয়ারি, ‘‘আপনারা খুললে আমিও খুলে দেব।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)