সফর কমান, কর তুলুন, মোদীকে কটাক্ষ মান্নানের

বাৎসরিক এই উৎসবে যাঁরা পৃষ্ঠপোষকতা করেন, তাঁরাও উৎসাহ হারিয়ে ফেলবেন

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৯ ০২:০৫
Share:

—ফাইল চিত্র।

সরব হওয়ার পাশাপাশি দলকে আগেই পথে নামিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোর উদ্যোক্তা কমিটিগুলির প্রতি আয়কর নোটিস প্রত্যাহারের দাবিতে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তাঁর বক্তব্য, পুজোর আয়োজনে ব্যবহৃত নানা সামগ্রীর উপরে এখন জিএসটি দিতে হয়। তার পরে পুজো উদ্যোক্তাদের কাছে কর (টিডিএস) নেওয়া হলে পুজোর খরচ বাড়বে। বাৎসরিক এই উৎসবে যাঁরা পৃষ্ঠপোষকতা করেন, তাঁরাও উৎসাহ হারিয়ে ফেলবেন। অতীতে কোনও সরকার ধর্মীয় ও সামাজিক উৎসবে এ ভাবে নাক গলায়নি বলে অভিযোগ করে প্রধানমন্ত্রীকে রাজ্যের বিরোধী দলনেতা লিখেছেন, বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদে নামা সত্ত্বেও বিষয়টির সুরাহা হয়নি। প্রধানমন্ত্রীর কাছে তাঁর দাবি, আয়কর দফতরকে এই ধর্মীয় উৎসব থেকে কর আদায় থেকে বিরত করতে তিনি যেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নির্দেশ দেন। বিধানসভার মিডিয়া সেন্টারে সোমবার মান্নানের কটাক্ষ, ‘‘ধরে নেওয়া গেল, এই ভাবে কয়েক কোটি টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে যাবে। এত কিছু না করে প্রধানমন্ত্রী তাঁর অপ্রয়োজনের বিদেশ সফর কয়েকটা কমিয়ে দিলেই ওই টাকা বেঁচে যাবে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement