Ghatal masterplan

ঘাটাল মাস্টারপ্ল্যান: কমিটি ঘোষণা সেচমন্ত্রী মানসের, স্থানীয় বিজেপি বিধায়ক না থাকায়, আক্রমণ শুভেন্দুর

রাজ্য সরকারের তরফে গঠিত কমিটিতে রয়েছেন সেচমন্ত্রী স্বয়ং এ ছাড়াও পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক, জেলার পুলিশ সুপার, সেচ দফতরের সচিব-সহ ওই জেলার তৃণমূল বিধায়কেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৭:৫১
Share:

(বাঁ দিকে) মানস ভুইয়াঁ। শুভেন্দু অধিকারী (ডান দিকে)। —ফাইল ছবি।

ঘাটাল মাস্টারপ্লানে রাজ্য সরকারের কমিটি ঘোষণা করে দিলেন সেচমন্ত্রী মানস ভুইয়াঁ। বুধবার বিধানসভায় এক প্রশ্নের উত্তরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তিনি। রাজ্য সরকারের তরফে গঠিত এই কমিটিতে রয়েছেন সেচমন্ত্রী স্বয়ং। এ ছাড়াও পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক, জেলার পুলিশ সুপার, সেচ দফতরের সচিব এবং জেলার তৃণমূল বিধায়কেরা। ঘটনাচক্রে এই কমিটিতে জায়গা হয়নি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, কী ভাবে স্থানীয় বিধায়ককে বাদ দিয়ে কমিটি গঠন করা হয়েছে? এ বিষয়ে সেচমন্ত্রী মানসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘তিনি এলাকায় কাজ করেন না। তা ছাড়া বিজেপি বিধায়ক হয়ে ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ আনতে ব্যর্থ হয়েছেন। তাই তাঁকে কমিটিতে রাখা হয়নি।’’

Advertisement

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই সংক্রান্ত বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘মাননীয় সেচমন্ত্রী যে সব দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছেন তা নজির হয়ে থাকছে। আগামী দিনে পরিবর্তনের পরিবর্তন হবে। তখন কিন্তু তার করে যাওয়া এই সব কাজের খতিয়ান তাকে দিতে হবে।’’ শুভেন্দু আরও বলেন, ‘‘ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এক জন নির্বাচিত জনপ্রতিনিধি। ঘাটালের বন্যায় প্লাবিত হয় তার বিধানসভাও। ঘাটাল মাস্টার প্ল্যান করা হচ্ছে অথচ কমিটিতে ঘাটালের বিধায়ক নেই। মানুষ সব দেখছেন, যথা সময়ে তারা জবাব দেবেন।’’

প্রসঙ্গত, ঘাটাল মাস্টারপ্ল্যানের জন্য সংসদে সরব হয়েছিলেন তৃণমূলের অভিনেতা সাংসদ দেব। প্রকল্পটি চালু হওয়া নিয়ে ব্যাপক দড়ি টানাটানি চলেছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। বামফ্রন্ট জমানা থেকেই এই প্রকল্পটি কবে বাস্তবায়িত হবে তা নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত রাজ্য সরকার নিজেই ঘাটাল মাস্টারপ্ল্যান করবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কমিটি গড়ে সেই কাজের প্রথম পদক্ষেপটি করা হল বলেই মনে করছে প্রশাসনিক মহল। তবে কমিটিতে বিজেপি বিধায়ক জায়গা না পাওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ শুরু হতে পারে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement