মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র
হাওড়ার শ্যামপুরের এক গৃহবধূ ও তাঁর ছোট মেয়ের উপরে আক্রমণ ও শ্লীলতাহানির ঘটনায় বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করলেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। শ্যামপুরের সাইবেনিয়া গ্রামের বাসিন্দা ওই বধূর পরিবার ও প্রতিবেশী চার জন ঘটনায় আহত হয়েছিলেন। নির্যাতিতার অভিযোগ, শ্যামপুর থানায় ১৮ জনের নামে অভিযোগ দায়ের করা সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ওই মহিলার পরিবারের নামে একটি জবকার্ড তৈরি করেছিলেন অভিযুক্তেরা এবং সেই কার্ড ব্যবহার করে টাকা তোলা হত। যার প্রতিবাদ করা থেকেই গোলমালের সূত্রপাত। তৃণমূল পরিচালিত স্থানীয় নাকোল পঞ্চায়েত সালিশিতে ডাকলেও ওই মহিলা ও তাঁর পরিবার যাননি। তার জেরেই হুমকি এবং আক্রমণ, শ্লীলতাহানির ঘটনা বলে তাঁর অভিযোগ। প্রদেশ কংগ্রেসের নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে শ্যামপুরে গিয়ে সম্প্রতি নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন বিরোধী নেতা মান্নান। অভিযোগের প্রতিলিপি মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়ে এ বার তিনি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছেন।