WB Panchayat Election 2023

মনোনয়ন না ফেরালে মাদক মামলার হুমকি, পঞ্চায়েত প্রার্থীর অভিযোগ শুনে কী বললেন প্রধান বিচারপতি?

পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই একের পর এক অশান্তির খবর এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে। মনোনয়ন প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের প্রার্থী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০২৩ ১২:০৭
Share:

হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। ফাইল চিত্র

জমা দেওয়া মনোনয়নপত্র ফিরিয়ে নিতে হয়েছে। কারণ, দিন কয়েক আগেই দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ভোটের কয়েক জন বিরোধী প্রার্থীর কাছে হুমকি এসেছিল। না, প্রাণনাশের নয়। বরং বলা হয়েছিল, মনোনয়ন না ফেরালে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। জেলে যাওয়ার ভয়েই মনোনয়ন প্রত্যাহারে করে নেন সিপিএমের দুই প্রার্থী। মঙ্গলবার তাঁদের মামলা ওঠে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীদের আবেদন শুনে রাজ্য নির্বাচন কমিশনকে অবিলম্বে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। একই সঙ্গে সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের কালীনগর গ্রাম পঞ্চায়েতের আলাদা দু’টি আসনে সিপিএম প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন শ্যামল মণ্ডল এবং রেশমা অঙ্কুজি। তাঁদেরই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলে আদালতকে জানিয়েছিলেন তাঁদের আইনজীবী শামিম আহমেদ। মামলাটি মঙ্গলবার শুনানির জন্য উঠেছিল প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে। বেঞ্চ নির্দেশ দেয়, ‘‘মামলাকারীদের অভিযোগ নিরপেক্ষ ভাবে খতিয়ে দেখতে হবে কমিশনকে। এর জন্য তাদের একটি দল গঠন করতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে অনুসন্ধান রিপোর্ট আদালতে জমা দিতে হবে কমিশনকে।’’ আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।

Advertisement

রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই একের পর এক অশান্তির খবর এসেছে দুই ২৪ পরগনা থেকে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির জেরে কয়েক জনের মৃত্যু হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধীরা। পরে কমিশনও জানায় ভোটে মনোনয়ন জমা দেওয়া নিয়ে অশান্তির জেরে ৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মঙ্গলবার আবার মনোনয়ন প্রত্যাহার নিয়ে হুমকির ঘটনা প্রকাশ্যে এল। আর এ বারও অশান্তির অভিযোগ এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকেই। যে জেলার লোকসভা কেন্দ্রের সাংসদ স্বয়ং রাজ্যের শাসকদল তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement