ছবি এপি।
করোনা পরীক্ষার জন্য রাজ্যে পাঠানো ত্রুটিপূর্ণ কিট নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলল রাজ্যের শাসক ও বিরোধীরা। শাসক তৃণমূলের সঙ্গে একই সুরে সিপিএম এবং কংগ্রেসও ওই ত্রুটির জন্য কেন্দ্রকেই দায়ী করেছে। একমাত্র ব্যতিক্রম বিজেপি। তারা মূল প্রসঙ্গ এড়িয়ে রাজ্যের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত।
কেন্দ্রের পাঠানো কিট যে কাজে লাগছে না, ইতিমধ্যেই সরকারি ভাবে তা জানিয়ে দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। কিট নিয়ে এই চাপানউতোরের মধ্যে বুধবারও রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্র ও রাজ্যের সমন্বয়ে জোর দিয়ে টুইট করেছেন। এ ব্যাপারে সংবিধানের কথাও উল্লেখ করেছেন তিনি। রাজ্যপালের এই মন্তব্য নিয়ে অবশ্য প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘উনি খুব লম্বা মানুষ। আমরা খুব ছোট। ওঁর মতো মানুষকে মাপব কী করে! ওঁর সম্পর্কে যত কম বলা যায়।’’
তবে ত্রুটিপূর্ণ কিট নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করেছেন সাংসদ তথা যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার টুইট বার্তায় তিনি বলেছেন, রাজ্যে পাঠানো কেন্দ্রীয় দল কী করছে? রাজ্যের মানুষের প্রাণের থেকে প্রচারেই কি জোর দেওয়া হচ্ছে? একই ভাবে এ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দায়িত্ব পালনে খামতির অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সোমেনবাবু বলেন, ‘‘করোনা সংক্রমণ সামনে আসার সময়ই রাহুল গাঁধী কিট সংগ্রহ নিয়ে কেন্দ্রের খামতির কথা বলেছিলেন। কিন্তু তা সংশোধন করা হয়নি। ফলে এখন পরীক্ষার ক্ষেত্রে এই সমস্যা তৈরি হচ্ছে।’’ তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় দল রাজ্যের উপরে সাংবিধানিক অধিকারের দাবি করলেও রাজ্যবাসীর প্রতি দায়িত্ব পালনে তৎপর নয়।’’
সিপিএম নেতা সুজন চক্রবর্তীও করোনা মোকাবিলা নিয়ে কেন্দ্রের প্রস্তুতির সমালোচনা করেছেন। তাঁর কথায়, ‘‘সংক্রমণ ঠেকাতে দেশে আন্তর্জাতিক বিমান ঢোকা বন্ধ করা উচিত ছিল অনেক আগে। তা করা হয়নি। কিট নিয়েও যে সক্রিয়তার প্রয়োজন ছিল, তা না করায় এখন গুণমান নিয়ে প্রশ্ন উঠছে।’’ এই সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকারের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করা উচিত বলেও দাবি করেন তিনি।
কিট-এ ত্রুটি নিয়ে সরাসরি উত্তর এড়িয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দুষেছেন রাজ্য সরকারকে। আইসিএমআর যে ওই কিটকে ত্রুটিপূর্ণ বলেছে, সেই যুক্তিতে না গিয়ে তাঁর বক্তব্য, ‘‘একমাত্র পশ্চিমবঙ্গই ত্রুটির কথা বলেছে, অন্য কোনও রাজ্য বলেনি।’’
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)