ফাইল ছবি
রাজ্য আরও একজনের ওমিক্রন পজিটিভ রিপোর্ট এল। সূত্রে জানা গিয়েছে, মোট ২৩ জন কোভিড-আক্রান্তের নমুনা জিন পরীক্ষার জন্য কল্যাণীতে পাঠানো হয়েছিল। এদের মধ্যে দু’জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। উভয়েরই শারীরিক অবস্থা স্থিতিশীল।
এর আগে আয়ারল্যান্ডের ডাবলিন শহর থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তির শরীরে কোভিডের নয়া রূপ ওমিক্রন ধরা পড়ে। কর্মসূত্রে পাঁচ বছর ধরে সে দেশে ছিলেন তিনি। গত সপ্তাহের কলকাতা ফেরেন ওই ব্যক্তি। শহরে ফেরার পর কোভিড বিধি মেনে বাড়িতেই ছিলেন। কিন্তু, শারীরিক দুর্বলতা, মাথা যন্ত্রণা ও গা-ব্যথার মতো উপসর্গ দেখা দেওয়া তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নমুনা কল্যাণীতে পাঠানো হয় জিন পরীক্ষার জন্য। তাঁর রিপোর্টও পজিটিভ আসে।
এর ফলে এখনও পর্যন্ত রাজ্যে মোট ওমিক্রন-আক্রান্তের সংখ্যা ছ’জন।