ডাবলিন থেকে বিমানে ওঠার ২৪ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করিয়েছিলেন ওই যুবক।
আয়ারল্যান্ডের ডাবলিন শহর থেকে কলকাতায় ফেরা এক ব্যক্তির শরীরে ধরা পড়ল ওমিক্রন। গত মঙ্গলবার কলকাতা পুরভোটের গণনার দিন আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। জিন পরীক্ষার পর শুক্রবার ওই ব্যক্তির শরীরে মিলল কোভিডের নয়া রূপ। এই নিয়ে পঞ্চম ওমিক্রন-আক্রান্তের হদিশ মিলল রাজ্যে।
ডাবলিন থেকে ম্যানচেস্টার, আবু ধাবি এবং দিল্লি হয়ে গত সপ্তাহে শুক্রবার কলকাতা এসেছিলেন ২৭ বছর বয়সি ওই ব্যক্তি। কর্মসূত্রে বিগত পাঁচ বছর ধরে তিনি আয়ারল্যান্ডে রয়েছেন।
ডাবলিন থেকে বিমানে ওঠার ২৪ ঘণ্টা আগে কোভিড পরীক্ষা করিয়েছিলেন ওই যুবক। ওই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছিল। এর পর ম্যানচেস্টার, আবু ধাবি হয়ে দিল্লিতে এসে আরও এক বার কোভিড পরীক্ষা করান। তার পর ১৮ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় আসেন। ঠিক তার পর দিন থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। শারীরিক দুর্বলতা ছিল। ছিল গা-ব্যথা, মাথা যন্ত্রণার মতো উপসর্গও।
এর পরই মঙ্গলবার তাঁকে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গে কোভিড পরীক্ষা হতেই রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। শুক্রবার ওই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রূপালী বসু বলেন, ‘‘কোভিড ইউনিটের আলাদা একটি ঘরে রোগীকে রাখা হয়েছে। সব রকম নিয়ম মেনে চলা হচ্ছে। ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীলই রয়েছে।’’
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, কলকাতায় আসার পর কোভিডবিধি মেনে বাড়িতেই ছিলেন বলে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছেন ওই ব্যক্তি।