উদ্বেগের বিষয়, শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় ১২২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।
ওমিক্রন নয়, আপাতত ডেল্টাই মাথাব্যথা কেন্দ্রের। অন্তত পরিসংখ্যান দিয়ে সে কথাই বোঝাতে চাইল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ঠিক এক সপ্তাহ আগে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছিল। গত মঙ্গলবার তা ২০০ পার করে। শনিবার দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ছুঁল ৩৫৮। শুক্রবার সন্ধ্যায় বিবৃতি দিয়ে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওমিক্রন নিয়ে উদ্বেগের আবহে কেন্দ্রীয় সরকার এ-ও জানিয়েছে, দেশে এখনও অধিকাংশ কোভিড রোগী করোনাভাইরাসের ডেল্টা রূপে আক্রান্ত। ডেল্টার স্থান এখনও দখল করতে পারেনি ওমিক্রন।
শুক্রবার বিকেলে কেন্দ্রের হিসাব বলছে, দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৩৫৮ জন। এঁদের মধ্যে ১১৪ জনই সুস্থ হয়ে উঠেছেন। সরকারি তথ্য বলছে, দেশে এখন ওমিক্রন আক্রান্ত সক্রিয় রোগী ২৪৪। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী মহারাষ্ট্রে (৮৮), এর পর দিল্লি (৬৭), তেলঙ্গানা (৩৮), তামিলনাড়ু (৩৪), কর্নাটক (৩১), গুজরাত (৩০), কেরল (২৭) এবং রাজস্থান (২২)। হরিয়ানা, ওড়িশা, জম্মু-কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বাংলার গত এক মাসে ১ থেকে ৪ জন করে সক্রিয় রোগীর খোঁজ মিলেছে।
তবে উদ্বেগের বিষয়, শুক্রবার সকালেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় ১২২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। শুক্রবার বিকেলের তথ্য বলছে, মাত্র এক লাফে এক তৃতীয়াংশ বৃদ্ধি পেল। কেন্দ্র যদিও মনে করছে, এখনও অবধি মাথাব্যথার কারণ ডেল্টা। যে কারণে কোভিডবিধি মেনে চলা এবং টিকাকরণের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।