টেট পরীক্ষার ফর্ম জমার দিন বাড়ল

প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফর্ম জমা দেওয়া আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল পর্ষদ। রবিবার এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ১৭:৩৮
Share:

কসবায় টেট পরীক্ষার ফর্ম তোলার লাইন। —নিজস্ব চিত্র।

প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষার ফর্ম জমা দেওয়া আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিল পর্ষদ। রবিবার এমনটাই জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য।

Advertisement

এ দিন তিনি জানান, প্রাথমিক ভাবে ৪ জুলাই পর্যন্ত টেটের ফর্ম তোলার শেষ দিন ছিল। জমা দেওয়ার শেষ দিন ছিল ৬ জুলাই। সেই দিন বাড়িয়ে মঙ্গলবার, ৭ জুলাই পর্যন্ত করা হয়েছে। অন্য দিকে, শনিবার যারা ফর্ম না পেয়ে ডিউ স্লিপ সংগ্রহ করেছেন, শুধুমাত্র তারাই ৮ জুলাই সংশ্লিষ্ট কেন্দ্রগুলি থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। কেবলমাত্র ওই আবেদনকারীরাই ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে ওই ফর্ম পূরণ করে জমা দিতে পারবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement