Mamata Banerjee

Mamata Banerjee: হাইকোর্টে উত্তেজনা! কল্যাণ-মলয়দের ডাকলেন মমতা, বিকেলে বৈঠক নবান্নে

বুধবার বিকেলে তাঁদের নবান্নে যেতে বলা হয়েছে। বিকেল ৩টে নাগাদ এই তিন জনের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২২ ০১:২৮
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আইনমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য বার কাউন্সিলের সভাপতি অশোককুমার দেবকে ডাকলেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে তাঁদের নবান্নে যেতে বলা হয়েছে। বিকেল ৩টে নাগাদ এই তিন জনের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা। সূত্রের খবর, গত কয়েক দিন ধরে কলকাতা হাই কোর্টে একের পর এক যে সব ঘটনা ঘটেছে, সেই ঘটনাপ্রবাহের রেশ ধরেই তাঁদের তলব বলে জানা যাচ্ছে।

Advertisement

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) মামলায় পর পর সিবিআই তদন্তের জেরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের সিদ্ধান্তের নেয় আইনজীবীদের একাংশ। সূত্রের খবর, তৃণমূলের একাংশের সমর্থন নেই ওই বয়কটে। ফলে তাদের মধ্যে দু'টি গোষ্ঠী তৈরি হয় বলে অভিযোগ। আবার বুধবার এ নিয়ে দু'পক্ষের আইনজীবীদের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাই কোর্টের ভিতরে। ফলে এই পুরো বিষয়টি নিয়ে ওই তিন জনের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement