Mamata Banerjee

Mamata Banerjee On Mother's Day: ‘মায়েরা সর্বজনীন, আমার গানেও লিখেছি’, মা-দিবসে শুভেচ্ছা জানিয়ে লিখলেন মমতা

মায়েদের নিয়ে কবিতা এবং গান লিখেছেন মুখ্যমন্ত্রী। বছর দু’য়েক আগে তেমনই একটি গানে কণ্ঠ দেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৪:৫৪
Share:

মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর দলের স্লোগান ‘মা-মাটি মানুষ’-এর শুরু ‘মা’ শব্দ দিয়ে। থাকেন কালীঘাটে। বাড়ির অদূরে কালীঘাটের মন্দিরকে বিশ্বাসীরা মাতৃতীর্থ মানেন। জন্মদাত্রী মা গায়েত্রী দেবীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গভীর সম্পর্কের কথাও সবার জানা। রবিবার মা-দিবসে মায়েদের শুভেচ্ছা জানিয়ে মমতা লিখলেন, ‘মায়েরা আসলে সর্বজনীন। সেই মায়েদের আমার অভিবাদন।’

রবিবার, ৮ মে মা-দিবস। বেলা ১১টা নাগাদ টুইটে মায়েদের শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘মা মাতৃভূমি হোক, বিশ্বমাতৃকা হোক, দেবী হোক কিংবা জন্মদাত্রী, তাঁদের ব্যাপ্তি অসীম। মা-দিবসে সব মায়েদের আমার শুভেচ্ছা।’

Advertisement

মায়েদের নিয়ে কবিতা এবং গান লিখেছেন মুখ্যমন্ত্রী। বছর দু’য়েক আগে তেমনই একটি গান, ‘মাগো তুমি সর্বজনীন, আছো হৃদয় জুড়ে...’ গানে কণ্ঠ দেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। গানটি মুক্তি পেয়েছিল ২০১৯ সালে পুজোর ঠিক আগে। শ্রোতাদের কাছে জনপ্রিয়তাও পায় সেই গান। মা-দিবসে নিজের গানের কথা মনে করিয়ে দিয়ে মমতা লিখেছেন, ‘মায়েরা যে সর্বজনীয় তা আমার গানে, কবিতায়, সামাজিক বার্তায় বার বার আমি বলেছি। আজকের দিনে মায়েদের প্রতি আমার অভিবাদন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement