মমতা বন্দ্যোপাধ্যায়।
দলীয় সমাবেশে ফের মেদিনীপুরে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৯ অগস্ট মেদিনীপুরের কলেজ মাঠে এই সমাবেশ হবে।
তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “৯ অগস্ট মেদিনীপুরে নেত্রীর সমাবেশ হবে। কয়েক লক্ষ মানুষ এই সমাবেশে থাকবেন। সমাবেশের প্রস্তুতিও শুরু হয়েছে।”
২১ জুলাইয়ের সমাবেশেই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছিলেন, বিজেপির বিরুদ্ধে এ বার জোরদার আন্দোলন হবে।
৯ অগস্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির দিন থেকে এই লক্ষ্যে সর্বস্তরে কর্মসূচি শুরু হবে। কর্মসূচির সূচনা ও শেষে তিনি থাকবেন।
নেত্রী জানিয়েছিলেন, ৩০ অগস্ট শহিদ মিনার ময়দানে এর সমাপ্তি হবে। পরে নেত্রী ঠিক করেন, মেদিনীপুর থেকেই এই কর্মসূচির সূচনা করবেন তিনি। সেই মতো মেদিনীপুরে এই সমাবেশের আয়োজন হচ্ছে।
বস্তুত, ২১ জুলাইয়ের সমাবেশ থেকে স্বাধীনতার আগে বিট্রিশের বিরুদ্ধে কংগ্রেসের সংগ্রামের কায়দায় বিজেপির বিরুদ্ধে স্লোগানও বেঁধে দিয়েছিলেন নেত্রী, ‘বিজেপি ভারত ছাড়ো’। রাজনৈতিক মহলের মতে, এমন কর্মসূচির মধ্য দিয়েই লোকসভা নির্বাচনের জন্য জমি ধরে রাখতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অবশ্য এই প্রথম নয়, এর আগেও ৯ অগস্টের কর্মসূচি মেদিনীপুরে করেছেন তৃণমূলনেত্রী। কখনও ‘ভারত ছাড়ো’ আন্দোলনের বর্ষপূর্তির সমাবেশ হয়েছে পশ্চিম মেদিনীপুরের লালগড়ে। কখনও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। হাতে খুব বেশি সময় নেই। সমাবেশ সফল করতে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের জেলা নেতৃত্ব।
বৃহস্পতিবারই মেদিনীপুরে এক বৈঠকে দলের বিধায়কেরা ছিলেন। মেদিনীপুরের সমাবেশের প্রস্তুতি নিয়েই আলোচনা হয়। কাল, শনিবার মেদিনীপুরে ফের প্রস্তুতি বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকার কথা দলের জেলা কমিটির সদস্য ও ব্লক সভাপতিদের।
দলের এক সূত্রে খবর, নেত্রীর সমাবেশের প্রস্তুতির সমস্ত দিক খতিয়ে দেখতে আগামী ১ অগস্ট মেদিনীপুরে আসবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই দিন তিনি কলেজ মাঠ পরিদর্শন করতে পারেন। দলের এক বৈঠকও করবেন। এই প্রস্তুতি বৈঠকে উপস্থিত থাকার কথা দলের সর্বস্তরের নির্বাচিত প্রতিনিধিদের। ১ অগস্টের বৈঠকটি হবে মেদিনীপুরের প্রদ্যোত
স্মৃতি সদনে।