West Bengal government

পাওনা নিয়ে বৈঠক দিল্লিতে, দিশা নেই

মোদী সরকার টাকা না দিলে গত দু’বছর ধরে আটকে থাকা একশো দিনের কাজের মজুরি রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৪
Share:

নবান্ন। —ফাইল চিত্র।

কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্যের বকেয়া পাওয়া নিয়ে ফের মোদী সরকারের আমলাদের সঙ্গে বৈঠক হল নবান্নের আধিকারিকদের। যদিও কবে এই বিবাদ মিটবে, তা নিয়ে কোনও তরফ থেকেই উত্তর মেলেনি।

Advertisement

একশো দিনের কাজের প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, জাতীয় স্বাস্থ্য মিশনে রাজ্যের বকেয়া নিয়ে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিংহের নেতৃত্বে কেন্দ্রের আমলাদের সঙ্গে আজ বৈঠক করেন রাজ্যের অর্থসচিব মনোজ পন্থ। সূত্রের খবর, বৈঠকে পশ্চিমবঙ্গে জমি অধিগ্রহণের সমস্যায় রেলের পণ্যবাহী করিডর ও জাতীয় সড়কের কাজ আটকে থাকা নিয়ে কথা হয়। রাজ্যের সর্বত্র ফোর-জি টেলিকম পরিষেবা পৌঁছনো নিয়েও কথাবার্তা হয়। প্রায় দেড় ঘণ্টা চলে বৈঠক। ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের আমলারাও।

মোদী সরকার টাকা না দিলে গত দু’বছর ধরে আটকে থাকা একশো দিনের কাজের মজুরি রাজ্য সরকারই মিটিয়ে দেবে বলে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। রাজ্য সরকারের হিসেব, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তিনটি প্রকল্পে রাজ্যের বকেয়া প্রায় ১৮ হাজার কোটি টাকা। এর সঙ্গে খাদ্য মন্ত্রকের আওতাধীন প্রকল্পে রাজ্যের প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। মোদী সরকার তথা বিজেপি গরিব মানুষের টাকা আটকে রেখেছে বলে পশ্চিমবঙ্গে রাজনৈতিক প্রচারে নেমেছে তৃণমূল।

Advertisement

উল্টো দিকে, আজ কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ সূত্রে ফের দাবি করা হয়েছে, পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্পে চুরি হয়েছে। সেই চুরিতে অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা-ও রাজ্য জানায়নি। যদিও রাজ্যের বক্তব্য, সব পদক্ষেপই কেন্দ্রকে জানানো হয়েছে।

গত ২৩ জানুয়ারি প্রথম বার আমলাদের বৈঠক হয়েছিল। সমস্যা মেটাতে কি আরও বৈঠক হবে? কেন্দ্রীয় সরকারের কর্তাদের জবাব, চূড়ান্ত সিদ্ধান্ত রাজনৈতিক স্তরেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement