নার্সদের বিক্ষোভ নিজস্ব চিত্র।
১০ দিন ধরে কোভিড ওয়ার্ড পরিষ্কার করা হচ্ছে না, এই অভিযোগে শতাধিক নার্সের বিক্ষোভ বালটিকুরি ইএসআই কোভিড হাসপাতালে। তাঁদের অভিযোগ, যত্রতত্র পড়ে আছে বর্জ্য জিনিসপত্র। শৌচাগার ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না। সেখানেও জলের অভাব। শুধু তাই নয় হাসপাতালের যত্রতত্র পড়ে আছে পিপিই কিট, মাস্ক ও অন্য জিনিসপত্র। নার্সদের আশঙ্কা অপরিচ্ছন্নতার কারণে তাঁদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। তাঁদের আরও অভিযোগ গত কয়েকদিন বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে এই বিষয়ে বলা হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
অবিলম্বে কর্মী নিয়োগ করে হাসপাতালে পরিষ্কার করা হোক। নার্সদের অভিযোগে সায় দিয়েছেন রোগীরাও। তাঁদের অভিযোগ, চিকিৎসক ও নার্সরা যথাযথ পরিষেবা দিলেও ওয়ার্ড ও শৌচাগার পরিষ্কার করা হচ্ছে না। এই পরিবেশে এখানে থাকা যাচ্ছে না।
এই বিষয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানান, তাঁকে কেউ এ ব্যাপারে কোনও কিছু জানায়নি। তিনি খবর নিয়ে ব্যবস্থা নেবেন।