শিলিগুড়ি পুরসভায় প্রশাসক বোর্ড হওয়ার পর শহরে সাফাই পরিষেবার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবের চেষ্টায় ৭ কোটি টাকা খরচে বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র কেনা হয়েছে। তবে মহানন্দা-সহ শহরের নদীগুলির দূষণ রোধ করতে, শহরকে প্লাস্টিক ক্যারিব্যাগ মুক্ত রাখতে কোনও ব্যবস্থা নেওয়া যায়নি বলে অভিযোগ উঠল।
শনিবার শিলিগুড়ি পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডে সংহতি মোড় এলাকায় একটি ভবনে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে নাগরিক কনভেনশনে তাই একাধিক বাসিন্দাকে শহরের নদী দূষণ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি জানাতে দেখা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কাছে। পুর এলাকা প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত রাখতে মন্ত্রীকে উদ্যোগী হতে বলেন কেউ। পুর কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া ওই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, “মন্ত্রীর সক্রিয়তায় এবং তাঁর পরামর্শে পুরসভা অনেকগুলি কাজ করছে। তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ সাফাই পরিষেবার আধুনিকরণ। সে কাজের জন্য অত্যাধুনিক গাড়ি এবং সরঞ্জাম কেনা হয়েছে। রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পে পুর এলাকার অনেক বাসিন্দাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।” তবে নদী দূষণ নিয়ে কোনও ব্যবস্থা নেওয়ার কথা অবশ্য জানাতে পারেননি তিনি। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, “শহরের মধ্যে দিয়ে বয়ে চলা মহানন্দা নদীকে বাঁচাতে আমরা চেষ্টা করব। মহানন্দা ছাড়াও ফুলেশ্বরী, জোড়াপানি নদীগুলিও রয়েছে। তিনটি নদীকে নিয়ে বিশদ পরিকল্পনা রয়েছে। এগুলির দূষণ রোধ করতে ব্যবস্থা নিতে হবে। সময় দিতে হবে। সাড়ে ৩ বছরের সরকার এটা বুঝতে হবে। ধীরে ধীরে আমরা ওই সমস্ত কাজ করব।” শহরকে প্লাস্টিকের ক্যারিব্যাগ মুক্ত করতে কী ব্যবস্থা নেওয়া হবে সে ব্যাপারে অবশ্য তিনি স্পষ্ট করে কিছু জানাননি। কেবল জানিয়েছেন, সমস্ত সমস্যাগুলিই দেখা হবে।
শহরের বাসিন্দা অলিন বাগচী এ দিন নাগরিক কনভেনশনে জানান, এই শহরে প্লাস্টিকের ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করা হয়েছিল। তবে ফের কোথাও কোথাও এর ব্যবহার বেড়ে গিয়েছে। নাগরিক কনভেনশনে উপস্থিত ৩৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুর্গা সাহা, ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীরেন রায়দের প্রশ্ন ছিল মহানন্দা নদীর দূষণ রোধের ব্যাপারে। দুর্গাবাবু বলেন, “মহানন্দার নদীর দূষণ যে অবস্থায় তাতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া দরকার। শহরের জীবন রেখা এই নদীকে বাঁচাতে ব্যবস্থা নিতে হবে।” সেই সঙ্গে তিনি শহরের বেহাল ট্রাফিক পরিষেবা, যানজট সমস্যা, শব্দ দূষণ নিয়েও প্রশ্ন তুলেছেন। যানজট এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ে পরিকল্পনার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।