হাতির দাঁত পাচার চক্রে এক খ্যাতিমান ভাস্কর শিল্পীর নাম জড়িয়ে যাওয়ায় বনকর্তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে। সোমবার রাতে শিলিগুড়ির জলপাই মোড় থেকে হাতির টুকরো দাঁত সহ উত্তর দিনাজপুরের কুশমণ্ডি এলাকার বাসিন্দা চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে সুশীল রায় নামে এক ভাস্কর রয়েছেন। ধৃতদের জেরা করে পাওয়া সূত্র ধরে উদ্ধার করা দাঁত পাচার চক্রের সঙ্গে জড়িত আরও কয়েকজনের খোঁজ শুরু করেছে বন দফতর। বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ বলেন, “শুনেছি হাতির দাঁত পাচার কাণ্ডে জড়িত সন্দেহে যে চার জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন ভাস্কর শিল্পী আছেন। এটা অত্যন্ত উদ্বেগের। তবে তিনি যেই হোন না কেন, বিচার হবে। বনকর্মীরা নজরদারি বাড়ানোয় এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় ওই সমস্ত বিষয় সামনে আসছে।”