ভোট তদারকিতে গৌতম

মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই ঘাঁটি গেড়েছিলেন জল্পেশ মন্দিরের অতিথিনিবাসে। বৃহস্পতিবার সেখান থেকেই দিনভর লাগোয়া জেলা কোচবিহারের ভোট নিয়ে তদারকি করলেন বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ফোনে কোচবিহারের বিভিন্ন বিধানসভার কর্মীদের থেকে খোঁজ নিয়েছেন, কোনও অভিযোগ পেলে ল্যাপটপ নিয়ে সঙ্গী দুই কর্মীকে নির্দেশ দিয়েছেন তা কমিশনে জানানোর জন্য।

Advertisement
শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০১:০৫
Share:

মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবারই ঘাঁটি গেড়েছিলেন জল্পেশ মন্দিরের অতিথিনিবাসে। বৃহস্পতিবার সেখান থেকেই দিনভর লাগোয়া জেলা কোচবিহারের ভোট নিয়ে তদারকি করলেন বিদায়ী উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। ফোনে কোচবিহারের বিভিন্ন বিধানসভার কর্মীদের থেকে খোঁজ নিয়েছেন, কোনও অভিযোগ পেলে ল্যাপটপ নিয়ে সঙ্গী দুই কর্মীকে নির্দেশ দিয়েছেন তা কমিশনে জানানোর জন্য। সারাদিন খোশমেজাজেই দেখা গিয়েছে তাঁকে। টিভি দেখে বারবার খোঁজ নিয়েছেন কোচবিহারের ভোট নিয়ে। নাটাবাড়ির প্রার্থী তথা কোচবিহারের জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে দলেরই এক কর্মীকে চড় মারতে দেখে তা নিয়েও খোঁজ নেন গৌতমবাবু। ফোনে একাধিক কর্মীর থেকে জানতে চান, ঠিক কী ঘটেছিল। কেন রবিবাবু দলেরই এক কর্মীকে চড় মারলেন। দুপুরে তাঁর সঙ্গে দেখা করতে আসেন নিজের বিধানসভা ডাবগ্রাম-ফুলবাড়ির একদল সমর্থক। কথা বলেন তাঁদের সঙ্গেও ভোট মেটার পরে সন্ধে নাগাদ তিনি শিলিগুড়ি রওনা হন।

Advertisement

তথ্য ও ছবি: দীপঙ্কর ঘটক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement